1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

শ্রমিক বিক্ষোভে বন্ধ মহাসড়ক, প্রাণ গেল এক নারীশ্রমিকের

৮ নভেম্বর ২০২৩

সাড়ে ১২ হাজার নয়, ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা৷

https://p.dw.com/p/4Ya0q
আশুলিয়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার সামনে পুলিশের অবস্থান
কোনাবাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন এক নারী পোশাকশ্রমিকছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS

বুধবার বিকেলে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় ছুটির পর মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা৷ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় তারা৷ এতে বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক দুটি৷

বেতন বাড়ানোর দাবিতে ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে আসছিলেন শ্রমিকেরা৷ এর পরিপ্রেক্ষিতে পোশাক শিল্পমালিকেরা শ্রমিকদের জন্য ন্যূনতম সাড়ে ১২ হাজার টাকার যে মজুরি প্রস্তাব করেছে সেটিকেই চূড়ান্ত করেছে সরকার৷ মঙ্গলবার সচিবালয়ে পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান৷

কিন্তু এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি শ্রমিকেরা৷ মঙ্গলবার বিকেল থেকে অসন্তোষ দেখানোর পর, বুধবার সকাল থেকেও দফায় দফায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা৷ মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকেরা৷

সকালে মহাসড়কের দুই পাশের বিভিন্ন কারখানায় ঢিল ছুঁড়েছেন, ভাঙচুর করেছেন শ্রমিকেরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভরত শ্রমিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ৷

মারা গেছেন এক নারী শ্রমিক

এদিকে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ি, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ করেন শ্রমিকেরা৷ কোনাবাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আঞ্জুয়ারা খাতুন (৩০) নামের এক নারী পোশাকশ্রমিক মারা গেছেন৷

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে৷ গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারকে জানান, নিহত শ্রমিকের নাম আঞ্জুয়ারা খাতুন৷ কোনাবাড়ির ইসলাম গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন তিনি৷ আঞ্জুয়ারা সিরাজগঞ্জে কাজিপাড়া চরগিরিশ এলাকার মো. মন্টু মিয়ার মেয়ে৷

নিহতের ভাই মোস্তফা দ্য ডেইলি স্টারকে জানান, ‘‘সকাল ৮টার দিকে আমার বোন বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করে৷ আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়৷ গাজীপুর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানোর জন্য রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার৷ ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি৷’’

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন বলেন, একজন শ্রমিককে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে তিনি মারা গেছেন কিনা এ বিষয়ে তিনি জানেন না৷

মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সমাবেশে মজুরি বৃদ্ধির দাবিতে প্ল্যাকার্ড
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছেছবি: Syed Mahamudur Rahman/NurPhoto/picture alliance

কাজে ফেরার আহ্বান জানালেন মালিকেরা

বুধবার একাত্তর টিভির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, "আমাদের শ্রমিক আন্দোলনের উদ্দেশ্য সংঘর্ষ নয়৷ আমরা যে আন্দোলন করেছি সেটা ছিল টেবিলের আন্দোলন৷’’

তিনি আরও বলেন, ‘‘যেহেতু জিনিসপত্রের দাম বেশি হয়েছে এবং সবকিছু ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তাই আমাদের দাবি ছিল রেশনিং ব্যবস্থা চালু করা৷’’

শ্রমিকদের আন্দোলন পোশাকশিল্পকে শঙ্কার মুখে ফেলছে বলে দাবি করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হোসেন৷

ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘‘চলমান এই অবস্থার কারণে আমাদের অনেক বায়ার নতুন করে আর অর্ডার করছেন না৷ এই অবস্থা চলতে থাকলে যে অর্ডারগুলো চলমান আছে, তাও অন্যদেশে শিফট করে দিতে পারে৷ আমি সরকারের কাছে অনুরোধ করেছি, যেটা দেয়া হয়েছে সেটা আমাদের দেয়া ডিফিকাল্ট৷ তাও আমরা মেনে নিয়েছি৷ সুতরাং এরকম চলতে থাকলে তার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে৷''

ন্যূনতম মজুরি মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি৷ বলেন, ‘‘আমি মনে করি শ্রমিকেরা এটা বুঝবে এবং যে কয়টা ফ্যাক্টরিতে কাজ হচ্ছে না তাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে৷’’

এমকে/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য