1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা

৭ নভেম্বর ২০২৩

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে৷ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মজুরি বোর্ডের বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এই ঘোষণা দেন৷

https://p.dw.com/p/4YVcd
মজুরি বৃদ্ধির দাবি আদায়ের লক্ষ্যে পোশাক শ্রমিকদের মিছিল (ফাইল ফটো)
মজুরি বৃদ্ধির দাবি আদায়ের লক্ষ্যে পোশাক শ্রমিকদের মিছিল (ফাইল ফটো)ছবি: Habibur Rahman/Zuma/Imago

এর আগে সকালে শ্রম ভবনে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী৷ মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় এই মজুরি চূড়ান্ত করা হয়। 

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সেখানে মালিকপক্ষ ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করে৷ পরে সেটিকেই চূড়ান্ত মজুরি নির্ধারণ করে বোর্ড।

মজুরি বৃদ্ধির জন্য পোশাক শ্রমিকরা গত ১১ দিন ধরে বিক্ষোভ করছিলেন৷  তারা মজুরি কমপক্ষে ২৩ হাজার টাকা করার দাবি করেছিল৷ এর আগে ২০১৮ সালে সবশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করা হয়৷

পোশাক শ্রমিকদের মূল মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫ শত টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছে বোর্ড, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এমকে/জেডএ