1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থানীয় সরকার নির্বাচনের পর রাজনীতিতে নতুন হিসাব নিকাশ

হারুন উর রশীদ স্বপন ৫ আগস্ট ২০০৮

দেশের চারটি সিটি কর্পোরেশন বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেটে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দলের প্রার্থীরা৷ আর ৯টি পৌর এলাকার ৮টি মেয়র পদই এখন তাদের৷ এতে বেজায় খুশী ১৪ দল নেতারা৷

https://p.dw.com/p/Er60
নির্বাচনে একছত্র আধিপত্য দেখালো আওয়ামীলীগছবি: DW

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু ডয়চে ভেলেকে বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হলো জনগণ সুযোগ পেলে আওয়ামীলীগকে ভোট দেয়৷ আর এই নির্বাচনে তারা বিএনপি-জামাত জোটকে প্রত্যাখ্যান করেছে৷

আমু বলেন, একইভাবে যদি ডিসেম্বরের সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আওয়ামীলীগ জয়ী হবে৷

ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ স্বাধীনতা বিরোধীদের দাঁত ভাঙা জবাব দিয়েছে৷ সংসদ নির্বাচনেও পরিবেশ থাকলে একই ধরনের জবাব পাবে তারা৷

কিন্তু বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন পাতানো ও ষড়যন্ত্রমূলক৷ সরকার এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের অনুগত লোকদের পাশ করিয়েছে৷ উদ্দেশ্য দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা৷ এই কারণে আগে থেকেই বিএনপি এ নির্বাচন বর্জন করেছে৷

তবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হান্নান শাহ ডয়চে ভেলেকে বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত মহাসচিবের একক, দলীয় নয়৷ তৃণমূল নেতাকর্মীদের আগ্রহের কথা ভেবে নির্বাচনে অংশ নিলে বিএনপি লাভবান হতো৷

বিএনপি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বর্জন করলেও সবখানেই তাদের প্রার্থী ছিল৷ শুধু একটি পৌরসভায় বিএনপি প্রার্থী মেয়র পদে জয়ী হয়েছে৷
কোন সহিংসতা ও অনিয়ম ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনের সাফল্যে বেশ খোজ মেজাজে রয়েছেন সরকারের উপদেষ্টারা৷ উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, এই সাফল্য তাদের সুষ্ঠু সংসদ নির্বাচন আয়োজনে সহায়তা করবে৷

আর উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, তারা জানতেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা সফল হবেন৷ এবং তাই হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান