1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক নেতারা নেমেছেন স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায়

হারুন উর রশীদ স্বপন১ আগস্ট ২০০৮

৪ঠা আগষ্ট দেশের ৪টি সিটি ও ৯পৌর এলাকার নির্বাচন ৷ শনিবার মধ্যরাত থেকে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে৷ তাই শেষ মুহুর্তের নির্বাচনী প্রচার প্রচারণায় মুখর সিটি ও পৌর এলাকাগুলো ৷

https://p.dw.com/p/Eomg
নির্বাচনভিত্তিক সহিংসতা রোধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে বর্তমান সরকার (ফাইল ফটো)ছবি: DW

প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত রয়েছেন, দিচ্ছেন প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি৷

আর দলীয়ভাবে নির্বাচনের পক্ষে হাইকোর্টের রায়ের পর বিএনপি বাদে আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা তাদের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে গেছেন ৷ বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করায় তাদের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কেন্দ্রীয় নেতারা সরাসরি নামতে পারছেননা ৷ বিএনপি প্রার্থীরা দাবী করেছেন এতে তাদের প্রতিপক্ষরা সুবিধা পাচ্ছে ৷

স্থানীয় সরকার উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন রাজনৈকিভাবে স্থানীয় সরকার নির্বাচন করার হাইকোর্টের আদেশে কোন ক্ষতি হবেনা ৷ তিনি মনে করেন, স্থানীয় এবং জাতীয় নির্বাচনের আলাদা চরিত্র রয়েছে ৷