1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিকভাবে অংশ নেয়া যাবে

হারুন উর রশীদ স্বপন৩১ জুলাই ২০০৮

পূর্ণাঙ্গ ভোটার তালিকা না করে দেশের ৪ সিটি ও ৯ পৌর এলাকায় নির্বাচনের বিরোধিতা করে হাইকোর্টে রিট আবেদন করেছিলে ব্যারিষ্টার মাসুদ রেজা সোবহান৷ তিনি নির্বাচনী বিধিমালার ৩ ধারা বাতিলেরও আবেদন জানান৷

https://p.dw.com/p/Eo3O
এখনো নির্বাচনের আমেজ শুরু হয়নি বাংলাদেশে (ফাইল ফটো)ছবি: DW

ওই ধারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিকভাবে প্রার্থী দেয়া এবং রাজনৈতিকভাবে প্রচার প্রচারণা নিষিদ্ধ করা হয়েছিলো৷ বৃহষ্পতিবার পূর্নাঙ্গ বেঞ্চে শুনানী শেষে বিধিমালার ৩ ধারা বাতিল করে রাজনৈতিকভাবে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে বলে রায় দিয়েছে হাইকোর্ট৷
তবে ৪টি সিটি ও ৯টি পৌর এলাকায় নির্বাচনে কোন বাধা নেই বলে হাইকোর্ট জানিয়েছে৷ আদালতের মতে যেসব এলাকায় ভোটার তালিকার কাজ শেষ হয়েছে সেসব এলাকায় স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে৷

আর মাত্র ৩দিন পর ৪ঠা আগষ্ট সিটি ও পৌর নির্বাচন৷ নির্বাচনের শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় আচরণবিধি লংঘনের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে৷ পুলিশের আইজি নূর মোহাম্মদ ডয়চে ভেলেকে জানিয়েছেন, প্রয়োজন হলে নির্বাচনে সেনাবাহনীর নেতৃত্বে যৌথ বাহিনী মোতায়েন করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য