1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বেতন বৃদ্ধির আন্দোলনে আরও এক পোশাক শ্রমিকের মৃত্যু

১২ নভেম্বর ২০২৩

ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে রোববারও রাজপথে নেমে আসেন কয়েকশত পোশাক শ্রমিক৷ সরকার ইতোমধ্যে বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে, তবে সেটা যথেষ্ট মনে করছেন না শ্রমিকেরা৷ কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত চার শ্রমিক৷

https://p.dw.com/p/4Yidr
Bangladesch Textilarbeiter Protest
বেতন বাড়ানোর দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকেরা৷ ফাইল ফটো৷ ছবি: Mamunur Rashid/NurPhoto/picture alliance

বাংলাদেশে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে৷ বেশ কয়েক হাজর পোশাক শ্রমিক তাদের নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন৷ তাদের দাবিকৃত এই মজুরি পাঁচ বছর আগের ন্যূনতম বেতনের তুলনায় প্রায় তিনগুণ বেশি৷ আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে বেশ কয়েকবার পুলিশের সংঘর্ষ ঘটেছে৷ কিছু পোশাক কারখানাতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে৷

বাংলাদেশের বাৎসরিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি বাণিজ্যের ৮৫ শতাংশই দেশটির সাড়ে তিন হাজারের মতো পোশাক কারখানার উপর নির্ভরশীল৷ লিভাইস, জারা এবং এইচ এন্ড এমের মতো বিশ্বখ্যাত ব্রান্ডের পোশাক বাংলাদেশে তৈরি হয়৷

তবে, এই খাতে কর্মরত চল্লিশ লাখের মতো পোশাক শ্রমিকদের অবস্থা বেশ শোচনীয়৷ তাদের অধিকাংশ নারী এবং তাদের নূন্যতম বেতন এখন অবধি মাসে ৮,৩০০ টাকা৷

সরকারের নিয়োগ করা মজুরি বোর্ড গত মঙ্গলবার পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৬৫ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দেয়৷ ডিসেম্বর মাস থেকে নতুন এই বেতন কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি মাস থেকে নতুন ঘোষণা করা এই মজুরি পাবেন৷

তবে পোশাক শ্রমিকরা সরকারের বাড়ানো বেতনে সন্তুষ্ট নন৷ বরং নতুন মজুরি কাঠামো ঘোষণার দেয়ার পর থেকে ২৩ হাজার টাকা সর্বনিম্ন বেতনের দাবিতে তাদের আন্দোলন পুনরায় গতি পেয়েছে৷ মুদ্রাস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বেশ বেড়ে যাওয়ায় এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় শ্রমিকরা আগের তুলনায় প্রায় তিনগুণ বেশি বেতন চাচ্ছেন৷

পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ঢাকার অদূরে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত ৪২ বছর বয়সি পোশাক শ্রমিক জালাল উদ্দিন শনিবার মারা গেছেন৷   

পোশাক শ্রমিকদের আন্দোলনে উদ্দিনসহ এখন পর্যন্ত চার জন নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে পুলিশ৷

‘‘তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন৷ কয়েকদিন আগে প্রতিবাদ কর্মসূচি চলাকালে তিনি আহত হন,''  ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া৷

পেটে শটগানের গুলি লাগার পর চিকিৎসার জন্য উদ্দিনকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছিল বলে সাংবাদিকদের জানিয়েছিলেন তার আত্মীয় রিয়াজুল করিম৷

পুলিশ জানিয়েছে, রোববার সকালে ঢাকার মিরপুরে অন্তত নয়টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হলে দশ হাজারের বেশি পোশাক কর্মী বাইরে বেরিয়ে আসেন৷

‘‘ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পাঁচশর মতো কর্মী একটি রাস্তা বন্ধ করার চেষ্টা করেন৷ তবে সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি,'' এএফপিকে বলেন পুলিশ পরিদর্শক মাসুদ সরকার৷      

শ্রমিক ইউনিয়নগুলো অভিযোগ করেছে যে সরকার প্রতিবাদকারীদের উপর দমনপীড়ন চালাচ্ছে এবং তৃণমূল পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে৷

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আশুলিয়া এবং গাজীপুর শিল্প এলাকায় ১৫০টির মতো কারখানা বন্ধ রাখা হয়েছে৷ কারণ পোশাক উৎপাদকরা সপ্তাহের শুরুতে আরো ধর্মঘটের আশঙ্কা করছেন৷

এদিকে, গাজিপুরে পোশাক কারখানায় হামলার অভিযোগে অজ্ঞাতপরিচয়ের ১১ হাজার মানুষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ৷

বাংলাদেশ পুলিশ প্রায়ই হাজার হাজার অজ্ঞাত পরিচয়ের মানুষের বিরুদ্ধে অভিযোগ আনে৷ বড় ধরনের প্রতিবাদ বা রাজনৈতিক সহিংসতার পর আনা এসব অভিযোগে সুনির্দিষ্ট কারো নাম থাকে না৷ সমালোচকরা এটিকে পুলিশের এক ধরনের কৌশল মনে করেন যেটা ব্যবহার করে ভিন্নমতাবলম্বীদের উপর দমনপীড়ন চালানো হয়৷  

ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স ফাউন্ডেশনের আমিরুল হক আমিন জানিয়েছেন যে অনেক প্রতিবাদকারী আত্মগোপনে চলে গেছেন৷

শ্রমিকদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে কয়েকজন আয়োজকসহ অন্তত ১২২ ব্যক্তিকে গাজিপুরে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র ইব্রাহিম খান৷   

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের বেতন সরকারের ঘোষিত ১২ হাজার ৫০০ টাকার চেয়ে আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন৷ সহিংস প্রতিবাদে অংশ নেয়া শ্রমিকেরা চাকুরি হারাতে পারেন বলেও সতর্ক করেছেন তিনি৷ তা সত্ত্বেও বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছে শ্রমিক ইউনিয়নগুলো৷

এআই/আরআর (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য