1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২৩ সালে মৃত্যুদণ্ড রেকর্ড ছুঁয়েছে: অ্যামনেস্টি

২৯ মে ২০২৪

২০২৩ সালে বিশ্বজুড়ে যত মৃত্যুদণ্ড হয়েছে, তার বেশিরভাগই ইরানে৷ টানা দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রেও বাড়ছে মৃত্যুদণ্ডের হার৷

https://p.dw.com/p/4gQhf
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগো
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বিশ্বজুড়ে মোট এক হাজার ১৫৩টি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এর দুই-তৃতীয়াংশই ইরানেছবি: Pond5 Images/IMAGO

বুধবার মৃত্যুদণ্ড ও শাস্তিবিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ সেখানে বলা হয়, ২০২৩ সালে বিশ্বজুড়ে মোট এক হাজার ১৫৩টি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ এর মধ্যে, দুই-তৃতীয়াংশই ইরানে

এই সংখ্যাটি আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি এবং ২০১৫ সালের পর থেকে সবচেয়ে বেশি৷ ২০১৫ সালে এক হাজার ৬৩৪টি মৃত্যুদণ্ড দেওয়া হয়৷

প্রতিবেদনে বলা হয়, ‘‘সবচেয়ে কম সংখ্যক রাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷''

কোথায় বেড়েছে মৃত্যুদণ্ড?

২০২২ সালের তুলনায় ইরানে ৫০ শতাংশ বেড়েছে মৃত্যুদণ্ড, জানাচ্ছে এই প্রতিবেদন৷ ২০২৩ সালে মোট ৮৫৩জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ইরানে, যা ২০২২ সালে ছিল ৫৭৬৷

এক বিবৃতিতে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কায়ামার্ড বলেন, ‘‘মানুষের জীবনকে চরম অবহেলা করে মাদকসংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড প্রদানের হার বাড়িয়েছে ইরান৷ এই ধারা প্রমাণ করে ইরানে মৃত্যুদণ্ডের প্রচলন বর্তমান সমাজের প্রান্তিক ও দরিদ্র অংশের মানুষের প্রতি কতটা বৈষম্যমূলক৷''

গত বছর ইরান ছাড়াও সবচেয়ে বেশি সংখ্যা মৃত্যুদণ্ড দেওয়া হয় সৌদি আরব, সোমালিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে৷

অ্যামেরিকায় টানা দু'বছর ধরে বাড়ছে এই সংখ্যা৷ ২০২২ সালে ১৮টি হলেও ২০২৩ সালে সেখানে ২৪টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ সবগুলিই হয় সেই পাঁচটি রাজ্যে যেখানে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়৷

নেই পর্যাপ্ত পরিসংখ্যান

প্রতিবেদনটি আরো জানায়, নথিভুক্ত মৃত্যুদণ্ডের চেয়ে মৃত্যুদণ্ডের প্রকৃত সংখ্যা অনেক বেশি৷ চীনের মতো রাষ্ট্র, যেখানে ‘হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড' দওয়া হয় বলে অভিযোগ, সেখানের বাস্তব পরিস্থিতি বোঝার মতো তথ্য নেই৷ এর কারণ, দেশটির গোপনিয়তা৷

প্রতিবেদনটি বলে, ‘‘মৃত্যুদণ্ডের বিষয়ে পরিসংখ্যান চীন এখনও প্রকাশ করেনি৷ তবুও, যা তথ্য আছে, তা থেকে বোঝা যাচ্ছে যে, প্রতি বছর সেখানে হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়৷''

বেলারুশ বা উত্তর কোরিয়ার মতো দেশে ‘রাষ্ট্রের কার্যকলাপ খুবই নিয়ন্ত্রিত' হবার ফলে এ বিষয়ে হয় খুব কম তথ্য পাওয়া যাচ্ছে, বা প্রায় কোনো কিছুই জানা যাচ্ছে না৷

এসএস/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান