1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিটিউনিশিয়া

টিউনিশিয়ায় রাজনৈতিক হত্যার দায়ে চার ব্যক্তির মৃত্যুদণ্ড

২৭ মার্চ ২০২৪

২০১৩ সালে বামপন্থি এক রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টিউনিশিয়ার একটি আদালত৷

https://p.dw.com/p/4eBSG
টিউনিশিয়ার স্ফ্যাক্স শহরের ছবি
প্রায় এক দশক আগে হত্যাকাণ্ডের শিকার ঐ নেতা হলেন দেশটির পপুলার ফ্রন্ট জোটের চোকরি বেলায়েদ৷ ২০১৩ সালে হত্যা করা হয় তাকে৷ ছবি: Hasan Mrad/DeFodi Images/picture alliance

বুধবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান সরকারপক্ষের একজন উকিল৷ প্রায় এক দশক আগে হত্যাকাণ্ডের শিকার ঐ নেতা হলেন দেশটির পপুলার ফ্রন্ট জোটের চোকরি বেলায়েদ৷ ৪৮ বছর বয়সী এই রাজনীতিবিদ হত্যার পর বিক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা৷

এই বিক্ষোভ এক সময় দেশটির তখনকার প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করে৷

দীর্ঘদিন ধরে আটকে থাকা এই হত্যার বিচার গত মাসে আবার শুরু হয়৷ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু নথি লুকিয়ে রাখার জন্য তদন্তকারী একজন বিচারককে গ্রেফতারও করা হয়৷

আদালত চূড়ান্ত রায় দেবার আগে বেশ লম্বা সময় ধরে মামলাটির খুঁটিনাটি বিচার-বিশ্লেষণ করেন৷ বেলায়েদের ডিফেন্স কমিটির সদস্য মোহামেদ জমুর বলেন, মামলায় প্রচুর জটিলতা থাকায় এবং এটি একটি সংবেদনশীল মামলা হওয়ায় আলাদত বাড়তি সময় নিয়েছেন৷

২০১১ সালে আরব বসন্তের মধ্য দিয়ে স্বৈরশাসক প্রেসিডেন্ট জিনে এল আবিদিনে বেন আলীর পতনের পর ইসলামপন্থি দল এনাহদা ক্ষমতায় আসে৷ বেলায়েদ এই দলের কট্রর সমালোচক ছিলেন৷ তার সমর্থকরা দলটির বিরুদ্ধে উগ্রপন্থি হত্যাকরীদের প্রশয় দেয়ার অভিযোগ করেছেন৷

পরে মোহাম্মেদ ব্রাহমি নামের আরেক বামপন্থি রাজনীতিককে হত্যার পর আনসার আল-শরিয়া নামের সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এনাহদা৷

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে যুক্ত এই সংগঠনটির বেশ কয়েকজন সদস্যকে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী৷ নিহত সদস্যরা বেলায়েদের হত্যার সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়৷

জেডএ/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান