1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিএনপি’র রোডমার্চ

৬ অক্টোবর ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের দাবি সফল করতে বিরোধী দল বিএনপি নানা কর্মসূচি পালন করছে৷ বিএনপি’র নেতারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বহাল না করেলে দেশে আবার ১/১১-এর মতো পরিস্থিতির সৃষ্টি হবে৷

https://p.dw.com/p/12n4z
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

ঢাকায় আজ এক অনুষ্ঠানে বিএনপি নেতা ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে৷ যদি তা না করা হয়, তাহলে দেশে আবার ১/১১-এর মতো পরিস্থিতির সৃষ্টি হবে৷ তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে তা পূরণ হবেনা৷

ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি'র ভাপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারে দাবিতে তাদের রোডমার্চ শুরু হচ্ছে৷ আর এই রোডমার্চের মধ্য দিয়ে প্রমাণ হবে দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়৷ তিনি বলেন, নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মানুষের একটি সৃজনশীল রাজনৈতিক ব্যবস্থা৷

এদিকে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে আদালতের সিদ্ধান্তে৷ তার জন্য আর স্বপ্ন দেখে লাভ নেই৷ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করাসহ সব ব্যবস্থা নিচ্ছে৷ তিনি বলেন, খালেদা জিয়া রোডমার্চের পর যে ফাইনাল খেলার ঘোষণা দিয়েছেন, সেই খেলায় বিএনপি আত্মঘাতি গোল খাবে৷

অন্যদিকে আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন শক্তিশালী করা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে৷ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এখন অতীতের বিষয়৷ এটি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য