1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন নয় - হাসিনা

১ অক্টোবর ২০১১

তত্ত্বাবধায়ক সরকার নয়, আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘ অধিবেশনের অভিজ্ঞতা জানাতে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন৷

https://p.dw.com/p/12kGr
Bangladesh ex-premier Sheikh Hasina Wajed hailed Wednesday her landslide election victory as a vote against "misrule" and urged her bitter rival, who has alleged rampant vote-rigging, to accept the result. Sheikh Hasina's Awami League won 231 out of a possible 300 seats in Monday's ballot, while the Bangladesh Nationalist Party of Khaleda Zia -- another former premier -- managed only 27 seats.*** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’these photos are taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use them.’’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ব্যাপারে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছেন তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলকে নির্বাচনে আসতেই হবে৷ গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হবেই৷ জনগণ নির্বাচন করবেই৷ উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকায় জনসভায় খালেদা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না৷ বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, উনি এত কথা বলছেন, উনিও নির্বাচনে আসবেন৷ নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী৷

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন খালেদা জিয়া, এমন অভিযোগ তুলেন শেখ হাসিনা৷ ২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দিকে ইঙ্গিত করে হাসিনা বলেন, তিনিই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন৷ সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করার পর সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে৷ ফলে এখন এখন নির্বাচিত সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে৷

নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশা প্রকাশ করে হাসিনা বলেন, জনগণ নির্বাচন চায়৷ ভোট দেওয়া জনগণের সাংবিধানিক অধিকার৷ জনগণ যদি ভোট না দেয়, সে ক্ষমতা আমরা চাই না৷

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার জন্য সম্প্রতি সরকারি দলের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে সেই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই৷ তবে সন্ত্রাস করলে তার বিচার হবে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান