1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগসুইজারল্যান্ড

সুইস আল্পসে পাঁচ স্কিয়ারের মরদেহ

১১ মার্চ ২০২৪

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় পাঁচজন ক্রস-কান্ট্রি স্কিয়ারের মরদেহ পাওয়ার কথা সোমবার জানিয়েছে পুলিশ৷ প্রায় তিন হাজার ৭০৬ মিটার উচ্চতার টেট ব্লন্শ পর্বতের কাছে এসব মরদেহ পাওয়া যায়৷ ষষ্ঠ ব্যক্তির খোঁজ চলছে৷

https://p.dw.com/p/4dNMf
‘মাটাহর্ন এক্সপ্রেস’ গন্ডোলা, পেছনে মাটাহর্ন পর্বত
আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বত মাটাহর্নের চূড়ার উচ্চতা চার হাজার ৪৭৮ মিটারছবি: Jean-Christophe Bott/KEYSTONE/picture alliance

আল্পস পর্বতমালা এলাকায় পর্যটনের জন্য বিখ্যাত সুইজারল্যান্ডের স্যার্মাট শহর থেকে রোববার ছয় ব্যক্তি স্কি টুরে বেরিয়েছিলেন৷ পরে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে তল্লাশি শুরু করে সুইজারল্যান্ডের ভালে ক্যান্টনের পুলিশ৷

খারাপ আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে তল্লাশি চালানো কঠিন হলেও পাঁচজনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ৷ স্কিয়ারদের বয়স ২১ থেকে ৫৮-র মধ্যে বলে জানিয়েছে তারা৷

আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম মাটাহর্ন৷ চূড়ার উচ্চতা চার হাজার ৪৭৮ মিটার৷ সুইজারল্যান্ড ও ইটালি সীমান্তের মধ্যে অবস্থিত মাটাহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো৷ এটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সুইজারল্যান্ডের স্যার্মাট শহরে ভিড় জমান৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান