1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় দেশজুড়ে বিক্ষোভের ডাক দিল গণতন্ত্রপন্থীরা

৫ আগস্ট ২০১১

সিরিয়ায় জুম্মাবারে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থীরা৷ এদিকে, শুক্রবার চার আন্দোলনকারীকে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী৷ আন্তর্জাতিক সমাজ বিক্ষোভকারীদের উপর সিরিয়া সরকারের দমনপীড়নের নিন্দা জানিয়েছে৷

https://p.dw.com/p/12BxJ
In this image posted on the Internet by Shaam News Network, showing what they purport to be a military tank on the streets of the city of Hama, Syria, on the "third day of Ramadan", Wednesday Aug. 3, 2011. During the video smoke rises from the tank as gun fire is heard, as the military take up positions in the city square where anti-regime protests were held during recent weeks. For the past four days, Syrian troops have tightened their siege on Hama, sending residents fleeing for their lives, according to various reports from activists, with electricity and telephone lines cut off Wednesday as President Bashar Assad's regime shows no signs of halting the intense military assault against an uprising.
হামা শহরে সেনা ট্যাংকছবি: AP Photo / SHAMSNN

সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি

সিরিয়ার নিরাপত্তা বাহিনী কমপক্ষে চার প্রতিবাদকারীকে হত্যা করেছে শুক্রবার৷ জুম্মাবারে দামেস্কের কাছে সরকার বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে সেনারা, এতে হতাহতের এই ঘটনা ঘটে৷ সিরিয়ান লিগ ফর দ্যা ডিফেন্স অফ হিউম্যান রাইটস এর প্রধান আব্দেল করিম এই বিষয়ে বলেন, নিরাপত্তারক্ষীরা ইরবিন শহরের বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায়৷ এতে চারজন নিহত এবং অনেকে আহত হয়েছে৷

আন্দোলনের সুতিকাগার

হামা শহরের বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার ভোরেও শহরে গুলি এবং গোলা বর্ষণের শব্দ শোনা গেছে৷ প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী নিশানাবাজরা বিভিন্ন ভবনের ছাদ থেকে বেসামরিক মানুষকে গুলি করছে৷ এছাড়া ট্যাংকও ব্যবহার করা হচ্ছে৷ সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন অবশ্য হামা শহরের কিছু ভিডিওচিত্র প্রকাশ করেছে৷ সেখানে এক ব্যক্তির দাবি, সেনারা সশস্ত্র বিদ্রোহীদের দমন করেছে৷ সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরাও দাবি করে আসছেন, বিদেশি শক্তির সহায়তায় অস্ত্রধারী সন্ত্রাসীরা সিরিয়ার পরিস্থিতি অশান্ত করে তুলছে৷

epa02805609 A handout photograph made available on 01 July 2011 by Syrian official news agency SANA shows Syrian young people during a demonstration named 'Friday of departure' against the Syrian government in Barzeh, suburb of Damascus, Syria. Nine people were killed Friday after security forces opened fire at anti-government protesters calling on President Bashar al-Assad to step down, activists said. The nine names were posted on the Facebook page of the Local Coordination Committees of Syria (LCC), a group of activists who have been documenting the protests since they began in mid-March. EPA/SANA/HANDOUT HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture alliance/dpa

আন্তর্জাতিক সমাজ

সিরিয়ায় বিক্ষোভকারীদের উপর সরকারি দমনপীড়নের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সেদেশের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, আমরা লক্ষ্য করেছি বাশার সরকার নিজ দেশের নাগরিকদের উপর দমনপীড়ন অব্যাহত রেখেছে এবং বাড়িয়েছে৷ আমরা মনে করি, বিভিন্ন বয়সি ২০০০-র বেশি মানুষকে হত্যার জন্য সিরিয়া সরকার দায়ী৷ এছাড়া, বাশার সরকারের উপর চাপ প্রয়োগে আরো দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্লিন্টন৷ এদিকে, সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্র তুরস্কও সেদেশের সমালোচনা করেছে৷ তুরস্কের বার্তাসংস্থা আনাটোলিয়া জানিয়েছে, বেসামরিক প্রতিবাদকারীদের দমনে সিরিয়া সরকারের কঠোর পদক্ষেপ ‘অগ্রহণযোগ্য' এবং ‘আইনবহির্ভূত' বলে মনে করছে তুরস্ক৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোলু জানিয়েছেন, ভারী অস্ত্র এবং ট্যাংক নিয়ে ঘনবসতিপূর্ণ হামা শহরে সরকারি সেনাদের অভিযান কোনভাবেই আইনসম্মত নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য