1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাশার এর বহুদল অধ্যাদেশ প্রত্যাখ্যান করল বিরোধীরা

৪ আগস্ট ২০১১

সিরিয়ার আন্দোলকারীরা, সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এর জারি করা বহুদলীয় রাজনীতি অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে৷ সেদেশের হামা শহরে সেনা অভিযান অব্যাহত রয়েছে৷

https://p.dw.com/p/12BGj
Syrians who live in Greece and Greek supporters shout slogans outside the Syrian embassy in Athens, Tuesday, Aug. 2, 2011. About 80 people gathered outside the embassy as Syrian troops killed nearly 100 people in two days, firing at worshippers heading to Ramadan prayers in the city on Hama, an opposition stronghold. (Foto:Thanassis Stavrakis/AP/dapd)
ছবি: dapd

বাশার এর নতুন অধ্যাদেশ

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি অধ্যাদেশ জারি করেছেন৷ এতে সেদেশে বহু দলীয় রাজনীতি অনুমোদন করা হয়েছে৷ এই অধ্যাদেশের ফলে দৃশ্যত বাথপার্টির একক ক্ষমতা দখলের সুযোগ চলে গেল৷ ১৯৬৩ সাল থেকে সিরিয়ায় ক্ষমতায় আছে এই সেদল৷ সিরিয়া সরকার গত ২৪ জুলাই বহুদলীয় রাজনীতির বিষয়ে একটি খসড়া আইন তৈরি করেছিল৷ কিন্তু নতুন অধ্যাদেশের ফলে এই প্রক্রিয়া দ্রুত কার্যকর হচ্ছে৷

বিরোধীদের প্রত্যাখ্যান

এক আন্দোলনকারী জানিয়েছেন, এই অধ্যাদেশের মাধ্যমে সরকার সহিংস দমনপীড়ন থেকে সবার নজর অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে৷ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আল্যাঁ জুপে এই অধ্যাদেশকে কার্যত অর্থহীন মনে করছেন৷ তিনি বলেন, আমরা সিরিয়া সরকারের কাছে যা প্রত্যাশা করি, তা হচ্ছে অধিকারের দাবিতে আন্দোলনরত প্রতিবাদকারীদের উপর সকল প্রকার দমনপীড়ন বন্ধ করতে হবে৷

Amateur video shows Syrian army tanks attacking city of Hama, north of Syria, and showing soldiers who refuse to shoot on people, and fraternize with them on July 31, 2011. Photo by ABACAPRESS.COM
ছবি: picture alliance/abaca

হামা শহরে সেনাদের তাণ্ডবলীলা

হামা শহরে সরকারি বাহিনী গত পাঁচদিন ধরে হামলা অব্যাহত রেখেছে৷ এতে বেশ কয়েকজন প্রতিবাদকারী প্রাণ হারিয়েছে৷ শহরের বাসিন্দারা জানিয়েছে, সামরিক ট্যাংকগুলো গোলা ছুঁড়ে কেন্দ্রীয় চত্বরে পৌঁছায়৷ মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত রবিবার থেকে সিরিয়ায় সেনা আক্রমণে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৫০ জন, যাদের মধ্যে অধিকাংশই হামা শহরের বাসিন্দা৷ এমনকি সেনারা হামাবাসীদের শহর ছাড়তে বাধা দিচ্ছে৷ বলাবাহুল্য, গত মার্চ মাস থেকে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা ১,৬০০৷

নিন্দা জানাল জাতিসংঘ

বেশ কয়েকদিন সিদ্ধান্তহীনতায় ভোগার পর অবশেষে সিরিয়া ইস্যুতে মুখ খুললো জাতিসংঘ৷ এক বিবৃতিতে জাতিসংঘ সিরিয়া সরকারের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে৷ একইসঙ্গে জাতিসংঘ সকল প্রকার সহিসংতা দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে৷ পর্যবেক্ষকরা জাতিসংঘের এই বিবৃতি সম্পর্কে বলেছেন, ইউরোপীয় দেশগুলো যতটা চেয়েছিল ততটা শক্তিশালী হয়নি এই বিবৃতি, তবে সদস্য দেশের বিরোধিতা সত্ত্বেও খানিকটা শক্ত অবস্থানই নিয়েছে জাতিসংঘ৷ ফরাসি সরকার অবশ্য জানিয়েছে, পরিস্থিতি শান্ত না হলে সিরিয়ার বিরুদ্ধে আরো উদ্যোগ নিতে নিরাপত্তা পরিষদে আবেদন জানাবে সেদেশ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য