1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৫

৬ জানুয়ারি ২০১২

সিরিয়ায় এখনো চলছে আন্দোলন৷ চলছে আরব লিগের পর্যবেক্ষণ৷ সেইসঙ্গে চলছে বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর দমন অভিযানও৷ এরই মধ্যে রাজধানী দামেস্কে আত্মঘাতী বোমা হামলার খবর পাওয়া গেছে৷ এতে মারা গেছেন অন্তত ২৫ জন৷ আর আহত ৪৫৷

https://p.dw.com/p/13fNh
epa03050792 A handout photo made available by the official Syrian Arab News Agency (SANA) shows the scene of suicide attack in al-Midan neighborhood, Damascus, Syria, 06 January 2012. According to media sources, a suicide bomber blew himself up near an elementary school in al-Midan neighborhood, killing and injuring dozens at a traffic intersection in a residential area of Damascus. The blast comes two weeks after a twin suicide bombing in Damascus that killed 44 people and injured 166. EPA/SANA/HANDOUT HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES +++(c) dpa - Bildfunk+++
আত্মঘাতী হামলার ঘটনাস্থলছবি: picture-alliance/dpa

হামলার সর্বশেষ

শুক্রবার সকালে দামেস্কের একটি জনবহুল এলাকায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে৷ সরকারি টেলিভিশনে এ খবর জানানো হয়েছে৷ নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ৷ তবে কিছু নিরাপত্তা কর্মীও রয়েছে বলে জানা গেছে৷ উদ্ধারকর্মীরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিহতদের শরীরের অংশ সংগ্রহ করছেন - টেলিভিশনে এমন ছবি দেখতে পাওয়া গেছে৷ ঠিক একই ধরণের আরেকটি হামলা হয়েছিল গতমাসের শেষের দিকে৷ সেটাও দামেস্কেই হয়েছিল৷

হামলার পেছনে কারা

শুক্রবারের হামলার জন্য কে দায়ী সেটা এখনো জানা যায়নি৷ কোনো গোষ্ঠীও এই হামলার দায়িত্ব স্বীকার করেনি৷ তবে গতমাসের হামলাটা আল-কায়েদার কাজ ছিল বলে সরকারের ধারণা৷ তবে সিরিয়ায় যারা সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত তাদের ধারণা, শাসকগোষ্ঠীই ঐ হামলার সঙ্গে জড়িত৷ বিরোধীরা বলছেন, এ ধরণের হামলার ঘটনার মাধ্যমে সরকার বিশ্বকে বোঝাতে চায় যে, আন্দোলনকারীদের দমাতে নয়, বরং দেশের ভেতরে থাকা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে তারা৷

Cars are damaged after an explosion in the Maidan district of Damascus in this still image taken from video January 6, 2012. A suicide bomber killed several people and wounded dozens in central Damascus on Friday, Syrian state television said. REUTERS/SYRIAN TV via REUTERS TV (SYRIA - Tags: CIVIL UNREST POLITICS) NO SALES. NO ARCHIVES. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS. SYRIA OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN SYRIA
আত্মঘাতী হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িছবি: Reuters

আরব লিগের পর্যবেক্ষণ

পর্যবেক্ষকরা ঠিকমত দায়িত্ব পালন করতে পারছেন বলে মনে হচ্ছে না৷ কেননা দুই সপ্তাহ ধরে তারা সিরিয়ায় কাজ করছেন৷ অথচ সরকারি বাহিনীর নির্যাতন কমছে না৷ শুক্রবারও হামা শহরে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ আর বিরোধী এক গোষ্ঠী বলছে, পর্যবেক্ষকরা সিরিয়ায় যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৯০ জন নিহত হয়েছে৷ তাই আরব লিগের এই মিশন ব্যর্থ বলে মনে করছেন বিরোধীরা৷ এবং এটা স্বীকার করে নিয়ে জাতিসংঘের কাছে দায়িত্ব ছেড়ে দিতে আরব লিগের প্রতি আহ্বানও জানানো হয়েছে৷ এদিকে বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি' দলের প্রধান কর্ণেল রিয়াদ আল-আসাদ বলছেন, পর্যবেক্ষক আসার আগেই রাজনৈতিক বন্দিদের কারাগার থেকে সরিয়ে সেনাবাহিনীর ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে৷ কেননা পর্যবেক্ষকদের সেখানে যাওয়ার অনুমতি নেই৷ এছাড়া সেনাবাহিনীর গাড়ির রঙ পরিবর্তন করা হয়েছে, যেন পর্যবেক্ষকরা মনে করেন, অভিযানে সেনারা নন, অংশ নিচ্ছেন পুলিশ সদস্যরা৷

নিহতের সংখ্যা

গত বছরের মার্চে শুরু হওয়া আন্দোলনে জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত নিহত হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ৷ তবে বিরোধীদের হিসেবে সংখ্যাটা অনেক বেশি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য