1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার হামা শহরে সেনা মোতায়েন

৩ জুলাই ২০১১

ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর সিরিয়ার হামা শহরে সেনা মোতায়েন করা হয়েছে৷ ইতিমধ্যে গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে সেনারা অবস্থান নিয়েছে৷ গত শুক্রবার এই শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল৷

https://p.dw.com/p/11oCc
In this citizen journalism image made on a mobile phone and provided by Shaam News Network, anti-Syrian President Bashar Assad protesters, hold up banners during a demonstration against the Syrian regime, in Kfar Nebel village near the the province of Edlib, northwest Syria, on Friday July 1, 2011. Human rights activists say three people have been killed as tens of thousands of Syrians shouting for President Bashar Assad to leave office take to the streets across the country. The two Arabic banners at left read: "Yes to national salvation conference, no to dialogue with the killers, Aleppo said its word, Leave". (Foto:Shaam News Network/AP/dapd) EDITORIAL USE ONLY, NO SALES, THE ASSOCIATED PRESS IS UNABLE TO INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, CONTENT, LOCATION OR DATE OF THIS HANDOUT PHOTO
ফাইল ছবিছবি: dapd

সরকারবিরোধী আন্দোলনের একদিন পরেই হামা শহরের গভর্নরকে চাকরিচ্যুত করেন আসাদ৷ এরপর সেনা মোতায়েন করা হয়৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, হামা শহরের আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে৷ পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শহর নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সামরিক পদ্ধতি অনুসরণ করছে৷

তিনি বলেন, শনিবার রাতে সেনারা শহরে অবস্থান নেয় এবং সেশহরে সারারাত ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গেছে৷

হামা শহরের এক বাসিন্দা জানিয়েছেন, শহরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে৷ সাধারণত সেনা অভিযানের আগে এই কৌশল অবলম্বন করা হয়৷ তাছাড়া আসাদের পক্ষের নিরাপত্তা কর্মী এবং বন্দুকধারীরাও ঘোরাঘুরি করছে৷

কামাল নামের এই ব্যক্তি বর্তমানে হামা শহরের বাইরে অবস্থান করছেন৷ তিনি রয়টার্সকে জানান, মাশা শহরে তারা অনবরত গুলি চালাচ্ছে৷ ফুটবল স্টেডিয়াম এবং সাবোনিয়া জেলায় ধরপাকড় চলছে৷

A Syrian T-55 Soviet made tank is positioned in the Bekaa valley near Masnaa, eastern Lebanon, Monday, April 11, 2005. Syria has undertaken to withdraw its remaining intelligence agents and 8,000 troops from Lebanon by April 30, a pullout that the United States and the U.N. secretary general have insisted on. (AP Photo/Darko Bandic)***ACHTUNG: BILD NICHT FÜR CMS-FLASH-GALERIEN BENUTZEN!!!***
ফাইল ছবিছবি: AP

বলাবাহুল্য, গত মাসে হামা শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় ৬০ প্রতিবাদকারী৷ এরপর সেই শহরে সেনা উপস্থিতি কমানো হয়৷ গত শুক্রবার আবারো আসাদ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণের পর নতুন করে সেনা মোতায়েন করা হল৷ শহরের বিভিন্ন রাস্তায় ট্যাংকের উপস্থিতির কথাও জানিয়েছে একাধিক বার্তাসংস্থা৷

সিরিয়ায় নিরস্ত্র প্রতিবাদকারীদের উপর নিরাপত্তাবাহিনীর দমনপীড়নে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সমাজ৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আসাদ এবং তাঁর প্রশাসনের শীর্ষ কর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷

সিরিয়ার প্রতিবেশি দেশ তুরস্কও সেদেশকে সতর্ক করে দিয়েছে৷ ১৯৮২ সালে এই হামা শহরেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় কমপক্ষে দশ হাজার মানুষ৷ সেসময় আন্দোলন ছিল আসাদের বাবা হাফিজ এর বিরুদ্ধে৷ তুরস্ক জানিয়েছে, সেদেশ হামা শহরে সেই ১৯৮২ সালের মতো অবস্থা আর দেখতে চায় না৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য