1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামা শহরের গভর্নরকে চাকরিচ্যুত করলেন আসাদ

২ জুলাই ২০১১

সিরিয়ার হামা শহরের গভর্নরকে চাকরিচ্যুত করছেন সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷ শুক্রবার হামাসহ সিরিয়ার একাধিক শহরে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷

https://p.dw.com/p/11nsE
TO GO WITH STORY MIDEAST SYRIA PROTESTERS BY ZEINA KARAM, In this citizen journalism image taken Tuesday, June 14, 2011, made on a mobile phone and acquired by the AP, Syrian women carry banners in Arabic that read:" Syria is for everybody, freedom, dignity, equality," " a shameful Arab League, stop being unfair,"" Russia and China, you are contributing in our killing," during an anti-regime protest in the Damascus suburb of Daraya, Syria. Bayan al-Bayasi, a 22-year-old student of Arabic literature had been steadily growing disillusioned with her president over the years, but like most Syrians raised on fear and submission, she kept silent. When the Arab protest wave reached Syria, she even defended Bashar Assad to her friends, saying she was sure he was a reformer at heart. It was her rising anger at the pictures of dead Syrians she saw every day on Arab satellite channels that drove her to join thousands of protesters packing a square on the Mediterranean coast. (Foto:Shaam News Network/AP/dapd) EDITORIAL USE ONLY, NO SALES, THE ASSOCIATED PRESS IS UNABLE TO INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, CONTENT, LOCATION OR DATE OF THIS HANDOUT PHOTO
ছবি: dapd

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, জুম্মাবারে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৪ জন৷

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হামা শহরের গভর্নর আহমেদ খালেদ আবদেল আজিজকে বরখাস্ত করা হয়েছে৷ শুক্রবার এই শহরের বেশ কয়েক হাজার বাসিন্দা বাশার বিরোধী আন্দোলনে অংশ নেয়৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান জানান, ১৫ই মার্চ সেদেশে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ৷

হামা শহরের এক বাসিন্দা বিবিসিকে বলেছেন, রাস্তায় হাজার হাজার মানুষ বাশার বিরোধী স্লোগান দিচ্ছে৷ কেউ কেউ বাড়ির জানালা কিংবা বাড়ির সামনে দাঁড়িয়েও সরকারবিরোধী স্লোগান দিচ্ছে৷ মোট কথা, হামা শহরের সকলেই রাস্তায় নেমে এসেছে৷

বলাবাহুল্য, এই হামা শহরে ১৯৮২ সালে বাশার-এর বাবার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল৷ তখন সিরিয়ার সেনাবাহিনী সেই শহরে দশ হাজার মানুষকে হত্যা করে৷

epa02787222 A handout photograph released by the Syrian Arab News Agency (SANA) shows supporters of Syrian President Bashar al-Assad holding his portrait and waving the Syrian National flag at Damascus in Syria, 20 June 2011. Speaking at Damascus University on 20 June, al-Assad dismissed what he referred to as 'foreign agendas' aimed at disrupting the country's tranquility. Al-Assad, facing nationwide protests against his 11-year rule, promised that a new constitution and package of reforms would be presented soon, calling the uprising, a conspiracy and the work of foreign agendas. EPA/SYRIAN ARAB NEWS AGENCY/HANDOUT HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES
ছবি: picture alliance/dpa

হামা ছাড়াও শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্ক, আলেপ্পো, লাটাকিয়া এবং হোমস শহরে সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে৷ আন্দোলনকারীদের কথায়, শুক্রবারের বিক্ষোভে সারাদেশে ৩০ লাখ মানুষ অংশ নিয়েছে৷ এই দিন হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে সেদেশের উত্তর-পশ্চিমের ইডলিব প্রদেশে৷ তবে, সিরিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা রয়েছে৷ তাই সেদেশে বিক্ষোভ, হতাহতের খবরের মূল উৎস আন্দোলনকারীরা এবং মানবাধিকার সংস্থাগুলো৷

এদিকে, সিরিয়ায় বিক্ষোভকারীদের উপর সরকারি দমনপীড়নে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সর্তক করে বলেছেন, সিরিয়া সরকারের সংস্কার পরিকল্পনা ঘোষণার সময় দ্রুতই চলে যাচ্ছে৷

উল্লেখ্য, সিরিয়ার রাজধানী দামেস্কে গত সপ্তাহে বৈঠক করে সেদেশের বিরুদ্ধবাদীরা৷ গত কয়েক দশকের মধ্যে এই প্রথম এ ধরনের বৈঠকের সুযোগ পায় বিরোধীরা৷ সেই বৈঠকের পর সিরিয়ার আসাদ বিরোধী আন্দোলন আরো চাঙ্গা হয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান