1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার বিরুদ্ধে আরো কঠোর ইইউ

১৫ অক্টোবর ২০১২

চাপ বাড়ছে সিরিয়ার ওপর৷ জরুরি বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রীরা৷ সিরিয়ার আরো ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন তাঁরা৷

https://p.dw.com/p/16Q3C
ছবি: AP

সোমবার লুক্সেমবুর্গে শুরু হয়েছে এ বৈঠক৷ আগের দিন ইইউ মন্ত্রীরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন৷ সেখানেও সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে সিরিয়া প্রসঙ্গ৷ জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে রাশিয়া ও চীন সিরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরাসরি কোনো ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি জানায়৷ সোমবারের বৈঠকে সিরিয়ার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তই নিয়েছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা৷ সে দেশের ২৮ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে৷ এ প্রস্তাব অনুমোদিত হওয়ার সম্ভাবনাই বেশি৷ হলে ২০১১-র মে মাসের পর থেকে এটা হবে সিরিয়ার ওপর ২০তম অবরোধ৷

সিরিয়া প্রসঙ্গে রাশিয়ার অবস্থান নিয়ে হতাশাই ঝরেছে উইলিয়াম হেগের কণ্ঠে৷ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে আলোচনায় সিরিয়ার বিষয়ে কোনো অগ্রগতি তিনি লক্ষ্য করেননি৷ তবে ইটালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ-রাশিয়ার যৌথ বিষয়গুলোতে তিনি ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা দেখেছেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে সিরিয়ার বর্তমান পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘আমি মনে করি এ বৈঠকে সিরিয়ার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে৷ সংশ্লিষ্টদের সবাইকে বুঝতে হবে যে ওখানকার পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হচ্ছে৷''

জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমিও সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কিত৷ সেখানে যত তাড়াতাড়ি সম্ভব রক্তপাত বন্ধ করা দরকার – তবে তা যে এ মুহূর্তেই সম্ভব নয় সেটা মেনে নিয়ে আপাতত একটা যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন তিনি৷ এ মাসের শেষ দিকে পবিত্র ঈদ-উল আযহা উদযাপন করবেন মুসলমানরা৷ ওই সময়ে চারদিন বাশার আল আসাদের অনুগত বাহিনী ও বিদ্রোহীদের প্রতি যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি৷

এসিবি/এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য