1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগরের গভীরে যাওয়ার নতুন বাহন নিয়ে এলো জার্মানি

২৬ ডিসেম্বর ২০১১

সাগরের অনেক গভীরে কী আছে তা নিয়ে বিজ্ঞানীদের তো বটেই সাধারণ মানুষেরও আগ্রহ অনেক৷ কিন্তু সেখানে যাওয়ার মতো অত্যাধুনিক যানের অভাবে জানা যাচ্ছে না অনেক কিছু৷ তবে এ ব্যাপারে একটা সুখবর দিয়েছেন কয়েক জার্মান বিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/13ZFp
An Iranian submarine takes part in a naval parade at the conclusion of the maneuvers in the Gulf and Sea of Oman, Thursday, April 6, 2006. The Revolutionary Guards, the elite branch of Iran's military, have been holding their maneuvers _ code-named the "Great Prophet" _ since Friday, touting what they call domestically built technological advances in their armed forces. (AP Photo/Mehr News, Sajjad Safari)
ছবি: AP

এইউভি, মানে অটোনমাস আণ্ডারওয়াটার ভেহিকলস৷  সাগরের তলায় যাওয়ার বাহন এটি৷ নাম শুনেই বোঝা যাচ্ছে এই বাহনে কোনো যাত্রী থাকবেনা৷ ভূমি থেকেই তাকে নিয়ন্ত্রণ করা হয়৷

বর্তমান সময়ে যে ধরণের এইউভি পাওয়া যায় তারা সাধারণত পানির কয়েকশো মিটার নীচে পর্যন্ত যেতে পারে৷ কারণ এর চেয়ে আরও গভীরে গেলে পানির চাপ বেড়ে যায়, যেটা সহ্য করতে পারেনা এইউভি৷ তাই আজ পর্যন্ত সাগরের তলদেশ সম্পর্কে যতটুকু জানা গেছে তার সবই ঐ কয়েকশো মিটার পর্যন্ত৷

কিন্তু সাগর তো আরও অনেক গভীর৷ সেই জায়গায় যেতে হলে চাই অত্যাধুনিক এইউভি৷ আর এই বিষয়েই কাজ করছেন বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা৷ তারা এমন একটা এইউভি'র নকশা করেছেন যেটা সাগরের তলে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত যেতে পারবে৷ ইতিমধ্যে বাল্টিক সাগরে এটার পরীক্ষা চালানো হয়েছে৷ আগামী বছর আটলান্টিকের গভীরে পাঠানো হবে তাকে৷

নতুন এই এইউভি'টির ফ্রেম তৈরি হবে টাইটেনিয়াম দিয়ে, যেটা আবার জড়ানো থাকবে ফোম দিয়ে৷ এরপর ইইউভি'টা একটি সরু কাঠামোর মধ্যে ভরে রাখা হবে৷ অর্থাৎ পুরো ইইউভি'টা হবে অনেক সরু৷ ফলে পানি কেটে কেটে চলতে সুবিধা হবে তার৷ আর প্রয়োজন হলে কাঠামোটা সহজেই খুলে মেরামত করা যাবে৷

বিজ্ঞানীরা নতুন এই এইউভি'র নকশাকে বলছেন ‘বুদ্ধিমান নকশা'৷ কারণ এখনকার এইউভি এমন উপাদান দিয়ে তৈরি যেটা সাগরের লবণাক্ত পানিতে ক্রমেই ক্ষয়ে যায়৷ এছাড়া কাঠামোটা তৈরি হয় জলরোধক ও চাপ সহ্য করতে সক্ষম এমন ইস্পাত দিয়ে৷ ফলে এইউভির ওজন যায় বেড়ে৷ এছাড়া প্রয়োজন হলে সহজে কাঠামো মেরামত করা যায় না৷

অন্যদিকে, নতুন এইউভি হবে ওজনে হালকা, আকারে হবে ছোট৷ ভেতরে জায়গা থাকবে মাত্র সাড়ে তিন মিটার৷ এছাড়া এটা বানাতে খরচ হবে বর্তমানের চেয়ে অনেক কম৷ উজ্জ্বল হলুদ রংয়ের এই এইউভি'টি দেখতে হবে পেঙ্গুইন ও টর্পেডোর ক্রসের মতো৷

এইউভি'টি চলবে বিদ্যুৎচালিত মোটরে, যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চার্জ করা হবে৷ এক নাগাড়ে ৫০ ঘন্টা কাজ করতে পারবে এটি৷ এরপর কম্পিউটারের মতো ‘স্লিপ মুড'এ চলে যেতে পারবে৷ কোনো কিছু ধরার জন্য চাইলে এইউভি'তে নখসহ একটা হাতও যোগ করা যাবে৷

নতুন এইউভি'তে যে ইলেকট্রনিক পণ্যগুলো থাকবে সেগুলো সিলিকনের একটা পাতলা আবরণ দিয়ে ঢাকা থাকবে৷ এছাড়া ভিডিও ক্যামেরাগুলোও নতুনভাবে নকশা করা হয়েছে, যাতে থাকবে তরল৷ ফলে ভেতর ও বাইরের চাপের মধ্যে একটা ভারসাম্য থাকবে বলে জানান প্রকল্প প্রধান হাইন্স লেয়ার৷ তিনি টেকনিক্যাল ইউনিভার্সিটি'র ‘ইনস্টিটিউট ফর কন্সট্রাকশন, মাইক্রো অ্যাণ্ড মেডিক্যাল টেকনলজি'র অধ্যাপক৷    

লেয়ার বলেন, সাগরের অনেক গভীরে হাজার হাজার অজানা প্রজাতি রয়েছে বলে জীববিজ্ঞানীদের ধারণা৷ কিন্তু মনুষ্যচালিত বাহনের পক্ষে ততটা গভীরে যাওয়া সম্ভব হয়না৷ নতুন এইউভি সফল হলে বিজ্ঞানীদের এই সমস্যা দূর হবে৷ এছাড়া বিভিন্ন কোম্পানির জন্যও এ ধরণের এইউভি প্রয়োজন৷ কেননা এর সাহায্যে তারা নতুন নতুন তেলক্ষেত্রের অনুসন্ধান করতে চাইবে৷ সঙ্গে যদি দুর্লভ কোন পদার্থের সন্ধান পাওয়া যায় তাহলে মন্দ হয়না৷

এছাড়া বর্তমানে সাগরের নীচে যে তেলের পাইপ রয়েছে সেগুলো সময় সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্যও এইউভি প্রয়োজন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য