1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধ্বংসপ্রাপ্ত রিগের তেল নিঃসরণ বন্ধে সমুদ্রে নেমেছে রোবটিক ডুবোজাহাজ

২৮ এপ্রিল ২০১০

লুইসিয়ানার উপকূলের অদূরে মেক্সিকো উপসাগরে আগুন লেগে ধ্বংসপ্রাপ্ত রিগ থেকে তেল নিঃসরণ বন্ধে রোবট চালিত সাবমেরিন নামানো হয়েছে৷ কূপের তেল বন্ধ করতে তার ওপর বসানোর জন্য বিশাল গম্বুজ আকারের এক কাঠামো তৈরির চেষ্টা করা হচ্ছে৷

https://p.dw.com/p/N8ND
ছড়িয়ে পড়ছে তেলছবি: AP

তেল নিঃসরণের কারণে পরিবেশের দিক থেকে এমনিতেই হুমকির মুখে থাকা মার্কিন ঐ রাজ্যের উপকূলীয় এলাকায় নতুন করে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে৷

গাল্ফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগরে বৃটিশ পেট্টোলিয়াম পরিচালিত গভীর সমুদ্রের এই তেল ক্ষেত্রটির রিগে আগুন লেগে বিস্ফোরিত হয় গত সপ্তাহে৷ এই অগ্নিকান্ডের ফলে সমুদ্রপ্রান্তিক ঐ তেল রিগে কর্মরত ১১ কর্মী প্রাণ হারায়৷

রিগে বিস্ফোরণের ফলে সেখান থেকে এখন প্রতিদিন অন্তত ৪২ হাজার গ্যালন তেল সমুদ্রের পানিতে মিশে যাচ্ছে৷ আর এর ফলেই সামুদ্রিক প্রাণী এবং পরিবেশ মারাত্মক ক্ষতির মুখোমুখী৷ এছাড়া আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এই তেল নিঃসরণের ফলে সমুদ্রতট এবং আশেপাশের দ্বীপসহ উপকূলীয় অঞ্চলে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে৷ এই অবস্থার অবসানে গভীর সমুদ্রে চারটি ডুবো জাহাজ পাঠিয়েছে বিপি৷ এই ডুবোজাহাজ বোবট চালিত৷ সেগুলো মূলত দুর্ঘটনা কবলিত এই তেল ক্ষেত্রের পাইপ লাইনগুলো বন্ধ করার চেষ্টাই করছে৷ যদিও এই কাজকে যথেষ্ট জটিল এবং ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিচার্ঢ মেটকাল্ফ৷ তিনি মিড কন্টিনেন্ট অয়েল এন্ড গ্যাস অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা৷ জানালেন, এই চেষ্টাকে অনেকটাই একটি স্যাম্পেনের বোতলে নতুন করে ছিপি লাগানোর সঙ্গে তুলনা করা যায়৷

Ölteppich im Golf von Mexiko Ölbohrinsel Flash-Galerie
যেভাবে ছড়িয়ে পড়ছে তেলছবি: AP

মূলত এই ধরণের দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনা কবলিত তেল বা গ্যাস ক্ষেত্র থেকে নি:সরণ বন্ধের একমাত্র উপায় হচ্ছে বিকল্প কূপ খনন করে মূল কূপের ভূগর্ভস্থ মুখগুলো বন্ধ করে দেয়া৷ কিন্তু এ কাজে প্রয়োজন অন্তত মাস খানেক সময়৷ যেহেতু এই তেলক্ষেত্রটি সমুদ্রপ্রান্তিক এবং এর ভয়াবহতাও প্রচন্ড তাই বিকল্প কূপ, যাকে বলা হচ্ছে ত্রাণ বা রিলিফ কূপ, সেটি খনন করতে দুই থেকে তিন মাস সময় প্রয়োজন৷ তাই দ্রুত তেল নি:সরণ বন্ধ করতেই রোবট চালিত ডুবোজাহাজের ব্যবহার, জানাচ্ছেন বিপির প্লাটফর্ম ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রান্সওশানের মুখপাত্র বিল স্যালভিন৷ তিনি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত এই তেল ক্ষেত্রের অবস্থা ভয়াবহ৷ আমরা এর উপর আমাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলেছি৷ তিনি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, যদি আমাদের রোবট চালিত ডুবোযানগুলো ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে সাগরে নেমে আসছে ভয়াবহ পরিস্থিতি৷ কারণ, গভীর সমুদ্রে তেল নিঃসরণের ফলে ইতিমধ্যেই তা আশপাশের প্রায় সাড়ে পাঁচশ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়েছে৷ সমুদ্রের জলসীমা থেকে তেল পরিষ্কার করার জন্য জাহাজ নামানো হয়েছে, অবশ্য তা মোটেই যথেষ্ঠ নয় বলেই জানা যাচ্ছে৷

প্রতিবেদক : সাগর সরওয়ার

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক