1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির সংলাপে যাবে বিরোধী দল বিএনপি

২৮ ডিসেম্বর ২০১১

বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাবে তাদের আন্দোলনের অংশ হিসেবে৷ সংলাপে তারা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই প্রধানত কথা বলতে চায়৷ যদিও রাষ্ট্রপতির এই সংলাপ নির্বাচন কমিশন গঠন নিয়ে৷

https://p.dw.com/p/13ZyS
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

আগামী  ১১ই জানুয়ারি বিএনপিকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ চিঠি পাওয়ার পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা বৈঠক করেছেন৷ আর সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বিএনপি সংলাপে যাবে৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন, তারা সংলাপে যাচ্ছেন তাদের আন্দোলনের অংশ হিসেবে৷ তারা নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরবেন৷

তিনি বলেন, তাদের কাছে মূল বিষয় হল তত্ত্বাবধায়ক সরকার৷ তাই আলোচনায় তারা এই বিষয়টিকেই প্রাধান্য দেবেন৷ কারণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷ মীর্জা ফখরুল জানান, তারা তাদের ৪ দলীয় জোটও সম্প্রসারণ করছেন৷ সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চারদলীয় জোট নেতারা জোট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি বলেন, আগামীতে দাবি আদায় করতে সম্প্রসারিত জোট একসঙ্গে কর্মসূচি দেবে৷

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রপতি সংলাপ করবেন ১২ ই জানুয়ারি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য