1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় বিতর্কিত ইন্টারনেট আইন কার্যকর

২ নভেম্বর ২০১৯

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন গত মে মাসে একটি ইন্টারনেট আইনে স্বাক্ষর করেন৷ এরপর এর বিরুদ্ধে অনেক বিক্ষোভ হয়েছে৷ তবে শুক্রবার থেকে সেই বিতর্কিত আইন কার্যকর হয়েছে৷

https://p.dw.com/p/3SMgC
ছবি: Getty Images/AFP/A. Nemenov

নতুন আইন ‘রাশিয়ায় ইন্টারনেট সেন্সরশিপকে নতুন মাত্রায় নিয়ে যাবে' বলে মনে করছে রিপোর্টার্স উইদাইট বর্ডার্স, আরএসএফ৷ সংগঠনটি মনে করছে, আইনের কারণে কর্তৃপক্ষ ব্যবহারকারীদের না জানিয়ে কন্টেন্ট ব্লক করে দিতে পারবে৷

এছাড়া বৈশ্বিক ইন্টারনেট সংযোগ থেকে দেশকে পুরো সংযোগহীন করে দেয়াও সম্ভব বলে সমালোচকরা মনে করছেন৷

তবে সরকার বলছে, সংকট কিংবা বাইরের হামলার সময়ও যেন রাশিয়ার নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে, সেই লক্ষ্যে এই আইন করা হয়েছে৷

নতুন আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, ২০২১ সাল থেকে রাশিয়ার একটি স্বাধীন ‘ডোমেন নেম সিস্টেম' বা ডিএনএস ব্যবস্থা চালু হবে৷ এর মানে হচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীরা যখন কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখবেন, তখন আসলেই যে কোন ওয়েবসাইট খুলবে, তার নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের হাতে থাকবেনা৷ কারণ কর্তৃপক্ষ ইচ্ছেমতো ব্যবহারকারীদের ভুয়া কোনো ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে৷  কিংবা একেবারেই হয়তো কোনো ওয়েবসাইট নাও খুলতে পারে৷

তবে প্রযুক্তিগতভাবে এটি সম্ভব কিনা, তা এখনও পরিষ্কার নয়৷

এছাড়া সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে এমন প্রযুক্তি বসাতে বলা হয়েছে যেন গণমাধ্যম কর্তৃপক্ষ চাওয়া মাত্র তথ্যের আদানপ্রদান বন্ধ করে দিতে পারে৷

আরএসএফ-এর করা গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান ১৪৯৷

জেডএইচ/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান