1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় এক নারীকে পুলিশের জবরদস্তির ভিডিও নিয়ে সোরগোল

১৩ আগস্ট ২০১৯

রাশিয়ায় প্রতিবাদকারী এক নারীকে দাঙ্গা পুলিশ সদস্যদের জোরজবরদস্তি করে পুলিশ ভ্যানে তোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোষী পুলিশ সদস্যদের বিচার করা হবে৷

https://p.dw.com/p/3NqFq
Russland Moskau Verhaftung von Daria Sosnovskaya bei Protesten
ছবি: Reuters/M. Shemetov

রাশিয়ায় প্রতিবাদকারী এক নারীকে দাঙ্গা পুলিশ সদস্যদের জোরজবরদস্তি করে পুলিশ ভ্যানে তোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোষী পুলিশ সদস্যদের বিচার করা হবে৷

মিডিয়াজোনা ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে দরিয়া সোসনভস্কায়া নামের ২৬ বছর বয়সি ওই নারী জানান, প্রতিবন্ধী ব্যক্তিকে আটকের প্রতিবাদ করায় পুলিশ তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায়৷

ভোয়া নিউজের ইউটিউব অ্যাকাউন্টে প্রকাশ করা ওই ভিডিও ক্লিপে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা তাঁকে টেনহিচড়ে পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাচ্ছেন৷ ওই নারী পুলিশ ভ্যানে উঠতে না চাইলে পুলিশ সদস্যরা তাঁকে ধাক্কা দিয়ে গাড়িতে ওঠায়৷

‘‘পুলিশ কর্মকর্তারা আমার দিকে দৌড়াতে শুরু করেন, এটি ছিল অত্যন্ত অপ্রীতিকর৷ আমাকে বাধা দেওয়া হয়েছিল এবং আমি শ্বাস নিতে পারছিলাম না৷''

পুলিশ ভ্যানে তুলে সোসনভস্কায়াকে একটি থানায় নিয়ে গিয়ে সতর্ক করা হয়৷ কয়েক ঘণ্টা থানায় থাকার সময় কোনো আইনজীবীকে সেখানে নিতে পারেননি বলে মিডিয়াজোনা ওয়েবসাইটকে জানিয়েছেন তিনি৷

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবারের এই ঘটনার তদন্ত শুরু করে বলেছে, ‘‘দোষীদের বিচারের মুখোমুখি করা হবে৷''

এসআই/এসিবি (রয়টার্স, এএফপি)