1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়া, চীন থেকে জার্মানিতে সাইবার হামলা বেড়েছে

১৪ মে ২০২৪

জার্মানিতে ২০২৩ সালে বিদেশি অপরাধীদের দ্বারা সাইবার অপরাধ আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে৷ ২০২২ সালে এই সংখ্যা তার আগের বছরের তুলনায় আট শতাংশ বেড়েছিল৷

https://p.dw.com/p/4fpBF
সাইবার অপরাধ নিয়ে প্রতীকী ছবি৷
২০২৩ সালে বিদেশি অপরাধীদের মাধ্যশে জার্মানিতে সাইবার অপরাধ আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে৷ছবি: Pond5 Images/IMAGO

সোমবার এ তথ্য জানিয়েছে জার্মানির ডিজিটাল অর্থনীতি কোম্পানিগুলোর সংগঠন বিটকম৷

গত দুই বছরে রাশিয়ার দিক থেকে সাইবার হামলা দ্বিগুন হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি৷ বিটকমের প্রধান নির্বাহী ব্যার্নহার্ড রোলেন্ডার জার্মানির জেডডিএফ টিভিকে বলেন, গত দুই বছরে চীনের দিক থেকে সাইবার হামলা বেড়েছে ৫০ শতাংশ৷

তিনি বলেন, হামলার শিকার ৮০ ভাগ কোম্পানি তথ্য চুরি, গুপ্তচরবৃত্তি কিংবা নাশকতার শিকার হয়েছে৷

সাইবার অপরাধের কারণে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ১৪৮ বিলিয়ন ইউরো বলে জানান রোলেন্ডার৷

তিনি বলেন, বেশিরভাগ হামলার জন্য দায়ী বিভিন্ন সংঘবদ্ধ গোষ্ঠী বা বিদেশি গোয়েন্দা সংস্থা৷ ‘‘কেউ শুধু টাকা চায়,'' মন্তব্য করে তিনি যোগ করেন, বাকিরা জ্বালানি সরবরাহ, পরিবহণ বা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ক্ষতি করতে চায়৷ ‘‘এছাড়া অল্প কিছু ঘটনা আছে যেসব ক্ষেত্রে দেখা গেছে, একজন ব্যক্তি শুধু আনন্দের জন্য কাজটি করছেন,'' বলেন রোলেন্ডার৷

এ মাসের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানির প্রতিরক্ষা ও এয়ারোস্পেস কোম্পানি এবং চ্যান্সেলর ওলাফ শলৎসের এসপিডি দলের সদস্যদের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ করেছিল জার্মানি৷ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী এসব হামলা করে বলে জানান জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা৷

সোমবার বিটকমের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘সাইবার নিরাপত্তার ক্ষেত্রে হুমকির মাত্রা উঁচুতেই থাকছে৷''

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

সাইবার অপরাধ নিয়ে ২০২০ সালে করা একটি ছবিঘর: