1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ হারানোর শঙ্কায় জার্মানির সাইবার নিরাপত্তা প্রধান

১০ অক্টোবর ২০২২

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা দেশটির সাইবার নিরাপত্তা প্রধান আর্নে শ্যোনবোমকে চাকরিচ্যুত করতে চান বলে জানিয়েছে জার্মানির গণমাধ্যম৷

https://p.dw.com/p/4Hz4j
Arne Schönbohm beim BSI
ছবি: Rolf Vennenbernd/dpa/picture alliance

তার বিরুদ্ধে রাশিয়ার গোয়েন্দা সংস্থা-সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে৷

শ্যোনবোম জার্মানির ‘ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি' বিএসআই-এর প্রধান৷

স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্যোনবোমের একসঙ্গে আগামী বৃহস্পতিবার ‘বিএসআই সিচুয়েশন রিপোর্ট ২০২২' উপস্থাপন করার কথা ছিল৷ কিন্তু সেটি বাতিল করা হয়েছে৷

জার্মানির বহুল প্রচারিত ‘বিল্ড' ট্যাবলয়েড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে বলেছে, ‘‘কত তাড়াতাড়ি শ্যোনবোমকে সরানো যায় তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷'' তবে শ্যোনবোম সরকারি চাকরিজীবী হওয়ায় তাকে চাকরিচ্যুত করা সম্ভব নয়৷ সেক্ষেত্রে তাকে অন্যত্র বদলির চিন্তা করা হচ্ছে৷

প্রতিবেদন বলছে, শ্যোনবোমের সহায়তায় প্রতিষ্ঠিত ‘সাইবার সিকিউরিটি কাউন্সিল অফ জার্মানির' একটি সদস্য প্রতিষ্ঠান হচ্ছে বার্লিনের সাইবার নিরাপত্তা কোম্পানি ‘প্রোটেলিয়ন'৷ গত মার্চ পর্যন্ত কোম্পানিটি ‘ইনফোটেকস' নামে ব্যবসা করেছে৷ এটি সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির এক সাবেক কর্মকর্তা পরিচালিত রুশ সংস্থা ‘ও.এ.ও. ইনফোটেকস' এর সাবসিডিয়ারি বলে অভিযোগ রয়েছে৷

শ্যোনবোমকে সাইবার সিকিউরিটি কাউন্সিল অফ জার্মানি থেকে দূরে থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ কিন্তু তারপরও তিনি গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়েছিলেন৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)