1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ বাড়ছে?

২৮ অক্টোবর ২০১৮

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ২০১৭ সালে আগের বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ বেড়েছে ৫৭ ভাগ৷ শনিবার যুক্তরাষ্ট্রের একটি সিনাগগে গুলি করে ১১ ইহুদিকে হত্যার পর বিষয়টি আবারো আলোচনায় উঠে এসেছে৷

https://p.dw.com/p/37HIn
USA Kriminalität l Schüsse an Synagoge in Pittsburgh
ছবি: picture-alliance/AP/A. Wimley

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের পশ্চিমাঞ্চলের শহর পিটসবার্গে শনিবার ইহুদিদের ধর্মীয় স্থান সিনাগগে এই গুলি হামলার ঘটনা ঘটে৷ হামলাকারী রবার্ট বাওয়ার্স নামের ৪৬ বছর বয়সি এক ব্যক্তি৷ গুলি করার সময় তিনি চিৎকার করে বলছিলেন, ‘‘সব ইহুদির মরতে হবে৷''

সিনাগগে সেই সময় এক শিশুর নাম রাখার অনুষ্ঠান চলছিল৷ ঐ ব্যক্তির গুলিতে সেখানে ১১ জন মারা যান৷ আরো ছয় জন আহত হন৷

পুলিশ ঘটনাস্থলে এলে ঐ ব্যক্তির সঙ্গে গুলি বিনিময় হয়৷ পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়৷

এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে ইহুদিদের বিরুদ্ধে সবচেয়ে রক্তাক্ত হামলা৷ যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ বাড়ার বিষয়টি এই ঘটনার পর আবারো আলোচনায় উঠে এসেছে৷

গত বছর ইহুদিদের সিভিল রাইটস গ্রুপ অ্যান্টি-ডিফেমেশন লীগ-এর গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালের তুলনায় পরের বছর যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ ৫৭ ভাগ বেড়েছে৷ ব্রান্ডেস বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় দেখা গেছে, এই বিদ্বেষ বৃদ্ধির কারণে ৮০ ভাগ ইহুদি শঙ্কিত৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার পর বলেছেন, ‘‘এই শয়তানি ইহুদি-বিরোধী আক্রমণ আমাদের সবার ওপর আক্রমণ৷''

তাঁর মেয়ে ইভানকা ট্রাম্প বলেছেন, ‘‘অ্যামেরিকা এই ধর্মান্ধ ও ইহুদি বিরোধীদের কর্মকাণ্ডের চেয়ে ঢের শক্তিশালী৷''

এই ঘটনায় বিপুল সংখ্যক অ্যামেরিকান ঘটনাস্থলে জড়ো হয়ে শোক প্রকাশ করছেন৷ ট্রাম্পেরও পিটসবার্গে যাওয়ার কথা রয়েছে৷ সব সরকারি জায়গায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি৷ 

উগ্রবাদী কর্মকাণ্ড মনিটর করে এমন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স' হামলাকারী বাওয়ার্সের একটি সাম্প্রতিক পোস্ট প্রকাশ করেছে৷ সেখানে লেখা, ‘‘ইহুদিরা শয়তানের সন্তান৷''

কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে ২৯টি অভিযোগ আনা হয়েছে৷ তার মৃত্যুদণ্ড হতে পারে৷

ঘটনায় শঙ্কা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু৷ তিনি এই ঘটনাকে ‘হৃদয়বিদারক' ও ‘ভীতিকর' বলে উল্লেখ করেন৷

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও এই ‘অন্ধ ইহুদিবিদ্বেষমূলক' কাজের তীব্র নিন্দা জানিয়েছেন৷

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সবাইকে এক হয়ে ‘বর্ণবিদ্বেষ, ইহুদিবিদ্বেষ, ইসলাম-ভীতি ও যত রকমের বিদ্বেষ আছে' সব মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন৷

জেডএ/এসিবি (এএফপি, ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য