ধর্ম ঘিরে আতঙ্ক দূর করতে...
২৫ জুন ২০১৮এক সাইকেল দুই সওয়ারি৷ একজন মুসলিম ইমাম ও আর একজন ইহুদি ধর্মযাজক৷ ইসলাম সহ নানা ধর্ম জাতির বিরুদ্ধে ক্রমশ বাড়তে থাকা হিংসার প্রতিবাদে রবিবার তাঁদের এই সাইকেল যাত্রায় অংশ নিলেন আরও বহু মানুষ৷ বার্লিনের এই যাত্রা শুরু হয় বেবেলপ্লাৎসে, হলোকাস্ট মেমোরিয়াল থেকে৷
এই বেবেলপ্লাৎসে ১৯৩৩ সালে নাৎসিরা ২০ হাজার বই পুড়িয়ে দিয়েছিল৷ মুসলিম ও ইহুদি ধর্মীয় নেতারা ছাড়াও খ্রিষ্টধর্মের ও সরাসরি ধর্মীয় নেতৃত্বে স্থানে নেই এমন মানুষেরাও যোগ দিয়েছিলেন৷
বার্লিনের ইমাম এন্ডার সেটিন বলেন, ‘‘আমাদেরই একতার নমুনা তুলে ধরতে হবে৷ এই যাত্রার মাধ্যমে আমরা মুসলিমদের বলতে চাই , আমরা বিদ্বেষ সহ্য করব না৷''
এন্ডারের সঙ্গে একই সঙ্গে সাইকেলে চড়েছিলেন রাব্বি ইলিয়াস দ্রায়৷ ইহুদি ধর্মীয় নেতা রাব্বি বলেন, সমাজ ও সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা রুখতে হবে৷ তাই এন্ডার ও রাব্বি একসঙ্গে নিয়মিত বার্লিনের বিভিন্ন স্কুলে যান ও পড়ুয়াদের ধর্মীয় সহিষ্ণুতার শিক্ষা দেন৷
জার্মানিতে কট্টর জাতীয়তাবাদী দল, অভিবাসন বিরোধী এএফডির প্রভাব ক্রমশ বাড়ছে৷ গত বছরের সাধারন নির্বাচনে তারা ১২.৬ শতাংশ ভোট পেয়েছে৷ সাম্প্রতিককালে জার্মানিতে ইহুদি ও মুসলিমদের বিরুদ্ধে আক্রমণের সংখ্যা বেড়েছে৷ কোথাও ‘কিপা' পরার জন্য ইহুদিরা আক্রান্ত হয়েছে, তো কোথাও হিজাবে মাথা ঢাকার জন্য মুসলিমরা৷
পিএস/ডিজি (এপি, এএফপি)