1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই'

৪ আগস্ট ২০২৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার সাজা ঘোষণার প্রতিবাদে আজ শুক্রবার (৪ জুলাই) নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি

https://p.dw.com/p/4UnHH
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমাদের জনগণ কী বলেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ"
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমাদের জনগণ কী বলেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ"ছবি: DW

বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়৷ বৃষ্টির কারণে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পানি জমে গেলেও সমর্থক ও নেতা-কর্মীরা হাঁটুপানিতে দাঁড়িয়েই সমাবেশে অংশ নিয়েছেন৷

বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

সমাবেশে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত কী বললো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই৷ আমাদের জনগণ কী বলেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ৷"

তিনি আরো অভিযোগ করে বলেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে বিশেষভাবে বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় আছে, মিথ্যা মামলায় জর্জরিত করেছে বিএনপি নেতা-কর্মীদের৷

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

ঢাকায় ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে কুমিল্লা, বরিশাল, পাবনা, চাঁদপুর, রাজশাহী, লালমনিরহাট, বগুড়া, মেহেরপুর, জয়পুরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, খুলনা, সিরাজগঞ্জ, যশোর, দিনাজপুর, কিশোরগঞ্জসহ অন্যান্য জেলায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং তার অঙ্গসংগঠনসমূহ৷

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ২০০৭ সালে করা মামলায় বুধবার (২ আগস্ট) আদালত তারেক রহমানকে নয় বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে৷

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকারকাফরুল থানায় তারেক রহমান, জোবাইদা রহমান ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অবৈধ উপায়ে চার কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং দুই কোটি ১৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা করে দুদক৷

 এসএইচ/ এসিবি (দ্য ডেইলি স্টার)