1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে সু চি’র দল এনএলডি’র নিবন্ধন নবায়ন

২৩ ডিসেম্বর ২০১১

মিয়ানমারের রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে সুবাতাস বইতে শুরু করেছে৷ সম্প্রতি সেখানে বেশ কিছু সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার৷ তারই অংশ হিসেবে এবার নিবন্ধন নবায়ন করল অং সান সু চি’র দল জাতীয় গণতান্ত্রিক লিগ - এনএলডি৷

https://p.dw.com/p/13YV5
Myanmar's pro-democracy leader Aung San Suu Kyi addresses during a fund-raising event in Yangon, Myanmar on Monday, Nov. 21, 2011. Suu Kyi intends to run for parliament in upcoming by-elections, a decision that was expected after her party decided last week to rejoin mainstream politics in long-isolated Myanmar. (Foto:Khin Maung Win/AP/dapd)
অং সান সু চিছবি: dapd

সু চি'র দলের নতুন করে নিবন্ধন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি সম্প্রতি কারাবন্দিত্ব থেকে মুক্তি পেলেও তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের উপর ছিল নানা বিধি-নিষেধ৷ এছাড়া গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন বর্জন করায় নিবন্ধন বাতিল করা হয়েছিল সু চি'র নেতৃত্বাধীন দল এনএলডি'র৷ তবে সামরিক সরকার ধীরে ধীরে যেন তাদের নিয়ন্ত্রণের বাঁধন শিথিল করছে৷ ফলে আন্তর্জাতিক গোষ্ঠীও মিয়ানমারের সাথে তাদের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে৷ অং সান সু চি'ও ঘোষণা দিয়েছেন আগামী উপ-নির্বাচনে অংশগ্রহণের৷

কিছুদিন আগে সবুজ সংকেত দেওয়া হয় যে, এনএলডি চাইলে এখন তারা রাজনৈতিক দল হিসেবে নতুন করে নিবন্ধন করতে পারে৷ ফলে শুক্রবার নতুন রাজধানী নাইপিডাও গিয়ে নির্বাচন কমিশনে হাজির হন সু চি৷ তাঁর দলের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন তিনি৷ এরপর প্রথমবারের মতো জাতীয় সংসদ পরিদর্শন করেন দেশটির জনপ্রিয় নেত্রী সু চি৷ এসময় সংসদের উচ্চ ও নিম্ন কক্ষের স্পিকারসহ বেশ কিছু শীর্ষ নেতার সাথে বৈঠক করেন তিনি৷ বৈঠকের পর সু চি'র এই পরিদর্শনকে ‘শুভক্ষণ' বলে উল্লেখ করেন উচ্চ কক্ষের স্পিকার খিন অং মিন্ট৷ এছাড়া দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন নিম্ন কক্ষের স্পিকার শোয়ে মান৷

Hillary Rodham Clinton Myanmar U.S. Secretary of State Hillary Rodham Clinton, left, and Myanmar's pro-democracy leader Aung San Suu Kyi hold their hands together after their meeting in Yangon, Myanmar, Friday, Dec, 2, 2011. (AP Photo/Khin Maung Win)
সাম্প্রতিক সফরে হিলারি ক্লিন্টন এবং সু চিছবি: dapd

মিয়ানমারের সংসদ নির্বাচন এবং সংসদের অবস্থা

মিয়ানমারে সর্বশেষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে৷ তখন সু চি'র নেতৃত্বাধীন এনএলডি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে৷ কিন্তু সামরিক সরকার সু চি'র হাতে ক্ষমতা হস্তান্তর না করে উল্টো দমন-পীড়ন চালিয়ে আসছিল৷ এমনকি এখনও সেখানে বেশি কিছু রাজনৈতিক নেতাকর্মী কারাবন্দি রয়েছেন৷ এখন পর্যন্ত সংসদের এক চতুর্থাংশ আসন দখল করে রেখেছে সেনা বাহিনী৷ এছাড়া বাকি আসনগুলোর মধ্যে ৮০ শতাংশ রয়েছে সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি - ইউএসডিপি'র হাতে৷ আগামী মার্চ-এপ্রিল মাসে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে৷ সেখানে এনএলডি'র ৪৮টি সংসদীয় আসনে অংশ নেওয়ার কথা জানা গেছে৷ সেই নির্বাচনে সু চি বিজয়ী হলে সংসদে বিরোধী দলীয় নেত্রী হবেন তিনি এমনটি আশা করা হচ্ছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য