মদ না পাওয়ায় গালিগালাজ
২০ নভেম্বর ২০১৮লন্ডন থেকে মুম্বইগামী একটি বিমান সরগরম! বিজনেস ক্লাসের যাত্রী একরীতিমতো ধমক দিচ্ছেন বিমানের এক কর্মীকে৷
গত সপ্তাহে এমনই ঘটনা ঘটলো এয়ার ইন্ডিয়ার এআই-১৩১ রুটের বিমানে৷ বিমানকর্মীর বিরুদ্ধে ওই নারীর অভিযোগ, বারবার চাওয়া সত্ত্বেও তাঁকে আরো মদ দেওয়া হচ্ছে না৷ এই কারণে শুধু ধমক নয়, নোংরা ভাষায় গালিগালাজও শুরু করেন তিনি৷
এয়ার ইন্ডিয়ার বক্তব্য, ‘‘সেই নারী আমাদের কর্মীদের সাথে অভদ্রতা করলে বিমানের কমান্ডার কেবিন ক্রু-কে নির্দেশ দেন তাঁকে আর মদ না দিতে৷ আর তাতেই রেগে গিয়ে তিনি অকথ্য ভাষায় গালি দিতে থাকেন বিমানকর্মীদের৷''
বিমানের আরেক কর্মীর মোবাইলে তোলা একটি ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷
বিভিন্ন চ্যানেল মিলিয়ে ভিডিওটি দেখা হয়েছে কয়েক লক্ষবার৷ শুধু সোশাল মিডিয়া নয়, ভারতের সংবাদমাধ্যমেও উঠে এসেছে এই খবর৷ সেখান থেকেই জানা গিয়েছে যে, এয়ার ইন্ডিয়া এর মধ্যে সেই নারীর বিরুদ্ধে অভিযোগ করায় তাঁকে লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক করা হয়েছে৷
এসএস/এসিবি