1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মদ না পাওয়ায় গালিগালাজ

২০ নভেম্বর ২০১৮

বিমানে মদ চেয়ে না পাওয়ায় ‘এয়ার ইন্ডিয়া'র এক কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এক আইরিশ নারী৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও৷

https://p.dw.com/p/38YdK
Weinmesse "Pro-Wein"
ছবি: picture allianc/dpa/R.Weihrauch

লন্ডন থেকে মুম্বইগামী একটি বিমান সরগরম! বিজনেস ক্লাসের যাত্রী একরীতিমতো ধমক দিচ্ছেন বিমানের এক কর্মীকে৷

গত সপ্তাহে এমনই ঘটনা ঘটলো এয়ার ইন্ডিয়ার এআই-১৩১ রুটের বিমানে৷ বিমানকর্মীর বিরুদ্ধে ওই নারীর অভিযোগ, বারবার চাওয়া সত্ত্বেও তাঁকে আরো মদ দেওয়া হচ্ছে না৷ এই কারণে শুধু ধমক নয়, নোংরা ভাষায় গালিগালাজও শুরু করেন তিনি৷

এয়ার ইন্ডিয়ার বক্তব্য, ‘‘সেই নারী আমাদের কর্মীদের সাথে অভদ্রতা করলে বিমানের কমান্ডার কেবিন ক্রু-কে নির্দেশ দেন তাঁকে আর মদ না দিতে৷ আর তাতেই রেগে গিয়ে তিনি অকথ্য ভাষায় গালি দিতে থাকেন বিমানকর্মীদের৷''

বিমানের আরেক কর্মীর মোবাইলে তোলা একটি ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷

বিভিন্ন চ্যানেল মিলিয়ে ভিডিওটি দেখা হয়েছে কয়েক লক্ষবার৷ শুধু সোশাল মিডিয়া নয়, ভারতের সংবাদমাধ্যমেও উঠে এসেছে এই খবর৷ সেখান থেকেই জানা গিয়েছে যে, এয়ার ইন্ডিয়া এর মধ্যে সেই নারীর বিরুদ্ধে অভিযোগ করায় তাঁকে লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক করা হয়েছে৷

এসএস/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য