1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের কাজ করলেন তাঁরা

৬ নভেম্বর ২০১৮

হাইওয়েতে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করলো তিনটি গাড়ি৷ গাড়ির চালকেরা দক্ষতার সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিতে থাকা আরেকটি গাড়িকে রীতিমতো এসকর্ট করে একপাশে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন৷ ভিডিওটি ভাইরাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/37iFw
Aggressiver Autofahrer auf der Autobahn
ছবি: Imago/F. Sorge

হাইওয়েতে গাড়ির গতি থাকে বেশি৷ তাই দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে বেশি৷ আর কোনো গাড়ির চালক যদি সুস্থ না থাকেন, কিংবা মাতাল থাকেন, তাহলে তো কথাই নেই৷ ভাগ্য খারাপ থাকলে নিজে তো মরবেনই, সঙ্গে আরো কাউকে নিয়ে মরবেন৷

এমনই এক সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা করেছে গাড়ি৷ অনলাইন প্ল্যাটফর্ম ভাইরাল হগ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাইওয়েতে একটি পিকআপ গাড়ি বেশ এলোমেলো চলছিল৷ এমনকি রাস্তার বাঁ-পাশে থাকা বেড়ার সঙ্গেও আঘাত লাগে গাড়িটির৷ তখনই গাড়িটিকে স্পট করে তিনটি গাড়ি৷

এমন নয় যে, গাড়িগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া করে কাজটি করেছে৷ দেখা যায়, পিকআপটির সামনের একটি সেডান গাড়ি গতি আস্তে আস্তে গতি কমিয়ে পিকআপটিকেও গতি কমাতে বাধ্য করে৷ তা দেখে বাঁ পাশ থেকে একটি এসইউভি ডান দিকে চাপিয়ে গাড়িটিকে পাশ কাটিয়ে বের হতে দিচ্ছিলো না৷ আর পেছনে যে গাড়িটি থেকে ভিডিও করা হচ্ছিল, সেটি একেবারে গাড়িটির পেছনে পেছনে এগুতে লাগল৷ ফলে শেষ পর্যন্ত ডানদিকে খোলা জায়গায় না নামিয়ে আর উপায় ছিল না পিকআপটির৷

গাড়িটি থামলে তার চাবি তুলে নেন একজন৷ আর লোকটিকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন যে, তিনি মাতাল হন আর অসুস্থই হন, এভাবে গাড়ি চালানো উচিত নয়৷

ভাইরাল হগে প্রকাশের পর ফেসবুকভিত্তিক ডেইলি ভাইরাল স্টোরিজও প্রকাশ করে ভিডিওটি৷ প্রকাশের এক ঘন্টার মধ্যে ৮৮ হাজার বার এটি দেখা হয়ে যায়৷ শত শত কমেন্ট পড়তে থাকে৷ সবাই ঐ তিন গাড়ির চালক ও যাত্রীদের ধন্যবাদ জানান৷ তাঁরা লেখেন যে, পুলিশের চেয়েও সুন্দরভাবে কাজটি করেছেন এই ব্যক্তিরা৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য