1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাব্রাজিল

ব্রাজিলে সুপ্রিম-রায়, অল্প গাঁজা রাখা অপরাধ নয়

২৬ জুন ২০২৪

ব্যক্তিগত ব্যবহারের জন্য অল্প পরিমাণ গাঁজা রাখা অপরাধ নয়। জানিয়ে দিলো ব্রাজিলের সুপ্রিম কোর্ট।

https://p.dw.com/p/4hVmS
ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
ব্রাজিলে কোর্ট প্রেসিডেন্ট লুইস রবার্তো বারোসো বলেছেন, বিচারপতিদের মতে, ব্যক্তিগত ব্যবহারের জন্য অল্প গাঁজা রাখা অপরাধ বলে ধরা হবে না। ছবি: Eraldo Peres/AP Photo/picture alliance

তবে কতটা পরিমাণ গাঁজা রাখা যাবে, সে ব্যাপারে এবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। তারা আপাতত জানিয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা রাখলে তা অপরাধ বলে ধরা হবে না

তাছাড়া কবে থেকে এই রায় কার্যকর হবে সেটাও তারা জানাবেন। সম্ভবত বুধবার তারা এই দুইটি বিষয় স্পষ্ট করে নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট।

এই রায়ের তাৎপর্য

সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাদের এই রায়ের ফলে গাঁজা রাখা আইনসঙ্গত হচ্ছে না। তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখলে তা অপরাধ বলে ধরা হবে না। তবে তার পরিমাণ নির্দিষ্ট করা থাকবে।

কোর্ট প্রেসিডেন্ট লুইস রবার্তো বারোসো বলেছেন, বিচারপতিরা জানিয়েছেন, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা রাখা বেআইনি, তবে তা ফৌজদারি অপরাধ নয়।

ব্রাজিলে বর্তমানে যে আইন আছে, তাতে স্পষ্ট করে বলা নেই, কতটা পরিমাণ গাঁজা ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা যাবে। আর কতটা রাখলে তা মাদকপাচার বলে মনে করা হবে। প্রথমটির ক্ষেত্রে কমিউনিটি সার্ভিসের করার কথা বলা হয়েছে। মাদকপাচার করা হলে তাতে কারাদণ্ড হবে। 

সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, বর্তমান আইনের ফলে যুবকদের ক্ষতি হচ্ছে। অল্প পরিমাণ মারিজুয়ানা রাখার জন্য যুব বা কৃষ্ণাঙ্গদের শাস্তি হচ্ছে। 

জিএইচ/এসজি (এপি, এএফপি)