1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাঁজা বৈধতার উদযাপন বার্লিনে

২২ এপ্রিল ২০২৪

শনিবার ২০ এপ্রিল ছিল বিশ্বজুড়ে গাঁজা সেবনকারীদের উদযাপনের দিন ‘৪/২০'৷ বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের সামনে এই উদযাপনে যোগ দিতে জড়ো হন অনেকে৷

https://p.dw.com/p/4f3fr
বার্লিনে ‘গাঁজা-বন্ধৃুদের’ জমায়েত
বার্লিন পুলিশ জানায় যে শনিবার এই উদযাপনে যোগ দিতে চার হাজার জন জড়ো হন ব্রান্ডেনবুর্গ গেটেছবি: Liesa Johannssen/REUTERS

বার্লিন পুলিশ জানায় যে শনিবার এই উদযাপনে যোগ দিতে চার হাজার জন জড়ো হন ব্রান্ডেনবুর্গ গেটে৷ ‘স্মোক ইন' বা গণ ধূমপানের আয়োজনের মাধ্যমে দেশটিতে গাঁজার সেবনের বৈধতাকে উদযাপন করেন তারা৷

উদযাপনের অংশ হিসাবে সেখানে সংগীত পরিবেশন করেন বেশ কিছু ব্যান্ড, বক্তব্য রাখেন সমাজকর্মীরাও৷

বৈধতায় সায় নেই জার্মান রেলের

জার্মানিতে বিশেষ এলাকায় প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা সেবন বৈধ ঘোষণা হলেও শনিবার জার্মান রেল ডয়চে বান জানায় যে দেশের রেল স্টেশন চত্বরে গাঁজা বা চরস সেবন করা যাবেনা৷

চলতি মাসে জার্মানিতে প্রাপ্তবয়স্কদের জন্য ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা সাথে রাখা বৈধ ঘোষণা করা হয়েছে৷ এছাড়া, বাসায় তিনটি গাঁজার গাছও লাগাতে পারবেন তারা৷

তবুও, ডয়চে বানের স্টেশন এলাকায় সিগারেট ও বৈদুত্যিক সিগারেট ছাড়া অন্য সব ধরনের ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে৷ তাদের একটি বিবৃতিতে বলা হয়, ‘‘পথচারীদের জন্য নির্দিষ্ট এলাকায় যেমন দিনের বেলা গাঁজা সেবনে কড়াকড়ি রয়েছে, সাথে কড়াকড়ি রয়েছে স্কুল ও শিশুদের জন্য বরাদ্দ জায়গায়, তা মেনেই আমরা আমাদের স্টেশনে সব ধরনের যাত্রীদের কথা ভাবতে চাই, শিশু-কিশোরসহ৷''

আগামী মাস থেকেই নতুন নিয়ম চালু করার কথা বলেছে তারা৷

২০ এপ্রিলের ‘৪/২০' বা ‘ফোরটুয়েন্টি' আন্তর্জাতিক গাঁজা উদযাপন দিবসে পরিণত হয়েছে৷ ষাট ও সত্তরের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে গাঁজাকে বৈধতা দেবার জন্য জনপ্রিয় হওয়া আন্দোলন থেকেই এই নামের জন্ম৷

এসএস/কেএম (ডিপিএ, ইপিডি)