1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিসিবি পরিচালকের গৃহকর্মীর লাশ উদ্ধার

২৯ আগস্ট ২০২২

রাজধানীর মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/4GAGI
ছবি: Getty Images

সাহিদা আক্তার নামের ২৫ বছর বয়সি ওই তরুণীর বাড়ি চট্টগ্রামে৷ ১৪ বছর ধরে তিনি আকরাম খানের বাসায় কাজ করছিলেন৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, রোববার রাত ১১টার দিকে ডিওএইচএস তিন নম্বর রোডের দুটি ভবনের মাঝে নিচে পড়েছিল সাহিদার নিথর দেহ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়৷

ওসি বলেন, ‘‘ছয়তলা ভবনের পাঁচ ও ছয়তলা ডুপ্লেক্স বাসায় থাকেন আকরাম খান৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে মারা যান সাহিদা৷ মরদেহ বাসার পেছনে পাওয়া যায়৷ পেছনেও আরেকটি ভবন আছে অর্থাৎ, দুই ভবনের মাঝে পড়েছিল মরদেহ৷ সাহিদার বাঁ হাত ভাঙা এবং শরীরে কিছু জখম দেখা গেছে জানিয়ে ওসি বলেন, ‘‘ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে আসলে কী হয়েছে৷ পুলিশ বিষয়টি তদন্ত করছে৷’’

কী ঘটেছিল জানতে চাইলে আকরাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘মেয়েটা আমার বাসায় ১৪ বছর ধরে কাজ করে৷ কাল আমার স্ত্রী ও মেয়ে বাইরে গিয়েছিল৷ আমি খেলা দেখছিলাম৷ আমার বাসায় গৃহকর্মী আছে চারজন৷ আমার স্ত্রী ও মেয়ে ফেরার পর একজনকে খুঁজে পাচ্ছিল না৷ অনেক খোঁজার পর দেখা গেল সে ওখানে পড়ে আছে৷ আমি সঙ্গে সঙ্গেই পুলিশকে জানাই৷’’ তিনি জানান, খবর পেয়ে সাহিদার ভাই ও আত্মীয়স্বজন ঢাকায় এসেছেন তারা আলোচনা করছেন৷

আকরাম খান বলেন ‘‘আমি কোনো মন্তব্য করতে চাই না৷ পুলিশি তদন্তের ব্যাপার, তারাই দেখবে৷’’

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য