1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতিরঝিলে টিভি সংবাদকর্মীর ক্ষতবিক্ষত লাশ

৮ জুন ২০২২

রাজধানীর হাতিরঝিলের পাড় থেকে বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসি নিউজের একজন কর্মীর গলা ও পেট কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ৷ এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি তবে তদন্ত শুরু হয়েছে৷

https://p.dw.com/p/4COj5
প্রতীকী ছবিছবি: Getty Images

নিহত ২৮ বছর বয়সি আব্দুল বারি ডিবিসি নিউজের প্রডিউসার ছিলেন৷ বুধবার সকাল ৭টার দিকে পুলিশ প্লাজার উল্টো দিকে লেকের ধারের সড়কে বারির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান৷

তিনি বলেন, ‘‘বারির গলা ও পেটে ছুরিকাহতের চিহ্ন রয়েছে৷ লাশের পাশে তার মোবাইল ফোন, মানিব্যাগ, জুতা এবং একটি চাকু রাখা ছিল৷’’

মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় ডিবিসি নিউজের কার্যালয়ের কাছে একটি মেসে থাকতেন আব্দুল বারি৷ মঙ্গলবার তার সাপ্তাহিক ছুটি ছিল বলে ডিবিসি নিউজের প্রধান প্রতিবেদক রাজিব ঘোষ জানান৷  তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আজ সকালে পুলিশের কাছ থেকেই আমরা বারির খুন হওয়ার কথা জানতে পারি৷’’

ডিবিসি নিউজের খবরে বলা হয়েছে, সকালে কয়েকজন পথশিশু লেকের পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ সদস্যদের জানায়৷ পরে পুলিশ সেখান থেকে বারির লাশ উদ্ধার করে৷

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার নাজমুল হাসান ফিরোজকে উদ্ধৃত করে ডিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘‘ধারণা করা হচ্ছে, প্রথমে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে৷ পরে সে বাঁচার জন্য পানিতে নেমে পড়ে, কারণ তার জামা কাপড় ভেজা ছিল৷ পরে বারি আবার লেকপাড়ে উঠে আসলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়৷’’

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ পরিদর্শক শাহানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা তদন্ত শুরু করেছেন৷ তবে বারির হত্যাকারী সম্পর্কে এখনও স্পষ্ট কোনো ধারণা পায়নি পুলিশ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান