1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ব্রাজ়িলের ব্যর্থতা

সঞ্জীব বর্মন১২ সেপ্টেম্বর ২০০৮

দেশের মাটিতে বলিভিয়ার মাত্র ১০ জন খেলোয়াড়ের টিমের সঙ্গে ম্যাচে ড্র করায় ক্ষোভে ফেটে পড়েছে ব্রাজ়িলের ফুটবলপ্রেমীরা৷ অভিযোগের তীর কোচ দুঙ্গার দিকে৷

https://p.dw.com/p/FGRG
শেষ পর্যন্ত কি মূল পর্যায়ে পৌঁছে তাক লাগাবে ব্রাজ়িল?ছবি: AP

গত রবিবার ব্রাজিল চিলিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়িং রাউন্ডে এক ধাপ এগিয়ে যাওয়ায় কোচ দুঙ্গা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন৷ কিন্তু বুধবার দেশের মাঠে বলিভিয়ার সঙ্গে গোলশূণ্য ড্র করায় ব্রাজ়িলের ফুটবল অনুরাগীরা অত্যন্ত বিরক্ত, ক্ষুব্ধ ও হতাশ হয়েছে৷

রিও দ্য জ়ানেইরো শহরে ম্যাচে বলিভিয়া টিম মাত্র ১০ জন খেলোয়াড় নিয়ে মাঠে ছিল৷ তা সত্ত্বেও ব্রাজ়িল দল এই সুযোগের সদ্ব্যবহার করতে পারে নি৷ সারা দেশের সংবাদ মাধ্যমে ব্রাজিল টিমের এই শোচনীয় ফলাফলকে তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে৷ সমালোচনার মূল লক্ষ্য জাতীয় দলের কোচ দুঙ্গা৷ তাঁর বিরুদ্ধে বিষাদ্গার করছে ব্রাজিলের আবেগতাড়িত ফুটবল অনুগামীরা৷ এক ভাষ্যকার লিখেছেন, বুধবার রাতে ব্রাজিল দল সম্ভবত তাদের সবচেয়ে খারাপ ম্যাচ খেলেছে৷ দুঙ্গার পাশাপাশি বিষাদ্গার চলছে জাতীয় ফুটবল সংগঠনের সভাপতি রিকার্ডো তেজ়েরার বিরুদ্ধেও৷ তেজ়েরা অবশ্য এখনো দুঙ্গার প্রতি আস্থা প্রকাশ করে চলেছেন৷ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে দুঙ্গা পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ তিনি মনে করিয়ে দিয়েছেন, যে অতীতেও বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ব্রাজ়িল দলকে এই ধরনের প্রাথমিক ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে৷ কিন্তু শেষ পর্যন্ত মূল পর্যায়ে পৌঁছে ব্রাজ়িলের খেলার উন্নতি ঘটেছে৷ এবারেও সেই একই প্রবণতার পুনরাবৃত্তি ঘটবে বলে দুঙ্গা আশা করছেন৷