1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে সাফল্যের স্বাদ পেল ব্রাজিল

সঞ্জীব বর্মন৯ সেপ্টেম্বর ২০০৮

বেজিং অলিম্পিকে ব্যর্থতার স্বাদ ভুলে ব্রাজিলের ফুটবল দল এবার ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য প্রস্তুত হচ্ছে৷ রবিবার ব্রাজিল চিলিকে ৩-০ গোলে হারিয়েছে৷

https://p.dw.com/p/FDtw
অবশেষে ডুঙ্রা মুখে হাসি ফুটলছবি: AP

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের আসর বসতে এখনো এক বছর দেরি আছে৷ কিন্তু প্রায় ২০০ দেশের মধ্যে থেকে সেরা টিমগুলিই বিশ্বকাপের মূল পর্যায়ে খেলার সুযোগ পায়৷ অর্থাত্ শেষ পর্যন্ত মূল পর্যায়ে খেলার সুযোগ পেলে সেই কৃতিত্বও কম নয়৷ রবিবার ব্রাজিল চিলিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়িং রাউন্ডে এক ধাপ এগিয়ে গেল৷

ব্রাজিল টিমের সময় ইদানীং কালে মোটেই ভালো যাচ্ছিল না৷ একের পর এক ব্যর্থতার জের ধরে দক্ষিণ আমেরিকার ১০টি টিমের মধ্যে ৬ নম্বরে স্থান হয়েছিল ব্রাজিলের৷ রবিবারের জয়ের ফলে গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে চলে গেল কোচ ডুঙ্গার দল৷ বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে তৃতীয় স্থান পাওয়ার কারণেও ডুঙ্গার উপর চাপ বেড়ে চলেছিল৷ তাঁর রক্ষণাত্মক ফুটবল কৌশলের তীব্র সমালোচনা শোনা যাচ্ছিল চারিদিকে৷ খোদ্ প্রেসিডেন্ট লুলাও সেই সমালোচনার সুরে সুর মিলিয়েছিলেন৷ চিলিকে হারিয়ে ডুঙ্গা বলেন, ……ব্রাজিলের ফুটবলের উপর ৩টি দায়িত্ব অর্পিত হয় - ম্যাচ জেতা, অনেকগুলি গোল করা এবং ভাল খেলা দেখানো৷ একমাত্র ব্রাজিলের ক্ষেত্রে ৩টি ঘটনাই ঘটে থাকে৷ তবে সবসময় এটা সম্ভব হয় না, কারণ আমরা সবাই মানুষ৷–– ব্রাজিল শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখলেও বেজিং অলিম্পিকে স্বর্ণপদক পাওয়া দল আর্জেন্টিনা গ্রুপ পর্যায়ে ক্রমশঃ পিছিয়ে পড়ছে৷ কোয়ালিফায়িং পর্যায়ের গত ৪টি ম্যাচে দল জয়ের মুখ দেখে নি৷