1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপিকে সংসদে বক্তব্য তুলে ধরার আহ্বান

১০ জানুয়ারি ২০১২

স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দল বিএনপিকে সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যারই সমাধান সম্ভব৷

https://p.dw.com/p/13gt3
Syed Ashraful Islam is the local government minister of Bangladesh Government.
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামছবি: Samir Kumar Dey

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর বিরোধী দল বিএনপি'র শেষ হওয়া রোডমার্চ এবং আসন্ন ‘ঢাকা চল' কর্মসূচি নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷ তিনি বলেন, বিএনপি'র উচিত সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা বলা৷ আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যারই সমাধান সম্ভব৷

আর জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন, বিএনপি কৌশলে আলোচনা এবং সংলাপ বর্জন করছে৷ তারা সংসদেও যাচ্ছেনা৷ তারা সমস্যার সমাধান চায়না৷ তারা চায় আন্দোলনের মাঠ গরম রাখতে৷

ইনু বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি কী চায় তা এখনো স্পষ্ট নয়৷ তারা নির্বাচন কমিশনকে কীভাবে গঠন করতে চায়, কোন আইনের পরিবর্তন চায়, কাদের নিয়োগ করতে চায়, সবকিছু স্পষ্ট করা উচিত৷

সৈয়দ আশরাফ বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি যে সংলাপের উদ্যোগ নিয়েছেন, অতীতে এর কোন নজির নেই৷ অতীতে কেউ সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে নির্বাচন কমিশনার নিয়োগ করেনি৷ সৈয়দ আশরাফ বিএনপির লংমার্চ'সহ আন্দোলন সংগ্রাম প্রসঙ্গে বলেন, এ ধরণের কর্মসূচি রাজনৈতিক অধিকার৷ তবে তা হতে হবে শান্তিপূর্ণ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য