প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান
১০ জানুয়ারি ২০১২বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে উনি রোডমার্চ করে যাচ্ছেন৷ তাঁর গাড়ির বহর চট্টগ্রাম গেছে৷ আর সেই উপলক্ষে চট্টগ্রামে এক সপ্তাহ ধরে আলোকসজ্জা করা হয়েছে৷ আমরা যদি বিদ্যুতের উত্পাদন না বাড়াতাম তাহলে উনি রোডমার্চে আলোকসজ্জা করতে পারতেন না৷ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন৷ শেখ হাসিনা বলেন, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার জনসভার জন্য ২০টা ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে চট্টগ্রামে৷ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে বলেই উনি ডিজিটাল স্ক্রিন ব্যবহার করতে পারছেন৷
‘জাতির জন্য অহংকার, একশত ভাগ ভর্তির হার'- এই শ্লোগান নিয়ে এবার জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জাতি গঠনের জন্য তার সরকার কাজ করে যাচ্ছে৷ প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যে ডিজিটালাইজড বাংলাদেশ গড়ে তুলেছি আজকের বইগুলো তার প্রমাণ৷ তিনি বলেন, বইগুলো এখন ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে৷ এতে করে দেশের বাইরে যারা থাকে তারা যদি সন্তানদের দেশের কারিকুলামে পড়াতে চায় এখন থেকে সেটা তারা পারবে৷ সরকার ২০১৪ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করার পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকলে এ লক্ষ্য অর্জন হতো অনেক আগেই৷
পরিবারের ছেলে ও মেয়ে সন্তানদের জন্য শিক্ষার সমান সুযোগ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী৷ পাশাপাশি গৃহকর্মীদের মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার কাজের মেয়ে লালমাটিয়া কলেজ থেকে দ্বিতীয় বিভাগে বিএ পাশ করেছে৷ শিক্ষা সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পদক বিতরণ করেন৷ অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফসারুল আমীন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক