1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বার্ন্ট-আউট' রাংনিক শালকের দায়িত্ব ছাড়লেন

২৩ সেপ্টেম্বর ২০১১

বার্ন-আউট৷ মনস্তাত্ত্বিক একটি রোগ৷ অনেকদিন ধরে কোনো কিছুর চাপ নিতে নিতে একসময় রোগী মনে করেন যথেষ্ট হয়েছে, আর নয়৷ যেমন জার্মান ফুটবল ক্লাব শালকের কোচ রাল্ফ রাংনিক৷

https://p.dw.com/p/12f7c
ক্লান্ত রাংনিক হাল ছেড়ে দিলেনছবি: dapd

বৃহস্পতিবার তিনি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ কারণ ঐ বার্ন আউট৷ রাংনিক বলেন, ঘুমের ব্যাঘাত ও বিশ্রামহীনতার কারণে তার পক্ষে কোচ হিসেবে আর দায়িত্ব পালন করা সম্ভব নয়৷ তিনি বলছেন, এতে শালকে দলের ক্ষতি হতে পারে৷

শালকের প্রধান নির্বাহী থেকে শুরু করে সবাই রাংনিকের সিদ্ধান্তে অবাক হয়েছেন৷ প্রধান নির্বাহী ক্লেমেন্স টোয়েনিস এই সংবাদকে বজ্রাঘাতের সঙ্গে তুলনা করেছেন৷ ক্লাবের জেনারেল ম্যানেজার হর্স্ট হেল্ট বলছেন, এটা পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেয়ার মতো ঘটনা৷

Ralf Rangnick Trainer FC Schalke 04
বার্ন-আউট’এ ভুগছেন রাংনিকছবি: dapd

অবশ্য অবাক হওয়ার মতোই ঘটনা এটা৷ কেননা মাত্র ছয়মাস আগে দায়িত্ব নিলেও গত চ্যাম্পিয়নস লিগে শালকেকে সেমিফাইনালে তুলতে ভূমিকা রেখেছিলেন রাংনিক৷ এছাড়া তাঁর নেতৃত্বেই জার্মান কাপের শিরোপা জিতেছিল শালকে৷

এদিকে জার্মান ফুটবল ফেডারেশেনের প্রধান টেও সোয়ানসিগার রাংনিকের সিদ্ধান্তকে সাবেক জার্মান গোলরক্ষক রোব্যার্ট এঙ্কের সঙ্গে তুলনা করেছেন৷ জার্মান জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় মাত্রাধিক হতাশার সঙ্গে যুদ্ধে হেরে ২০০৯ সালে আত্মহত্যা করেছিলেন৷ ঐ ঘটনা জার্মান ফুটবল অঙ্গনে অনেক আলোচনার জন্ম দিয়েছিল৷

এই পর্যন্ত দুজন কোচ এই মৌসুমে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন৷ অন্যজন হচ্ছেন হামবুর্গের মিশায়েল ওয়েনিং৷ তাঁকে অবশ্য বরখাস্ত করা হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য