1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শালকের কাছে নাটকীয় হার

২২ আগস্ট ২০১১

রবিবার খেলার শুরুটা দেখে বোঝার উপায় ছিল না প্রতিপক্ষ এতটা ক্ষিপ্রগতিতে ফিরে আসবে৷ প্রথম ১২ মিনিটে দু’দুটো গোল শালকের জালে৷ তবুও খেলা শেষে ফলাফল ৪-২৷ পরাজয় মাইন্স এর৷

https://p.dw.com/p/12LLI
Fußball Bundesliga 3. Spieltag: 1. FSV Mainz 05 - FC Schalke 04 am Sonntag (21.08.2011) in der Coface Arena in Mainz. Die Schalker Benedikt Höwedes (l-r), Julian Draxler, Lewis Holtby, Torschütze Christian Fuchs und Kyriakos Papadopoulos jubeln nach dem Treffer zur 3:2 Führung. Mainz verlor die Partie mit 2:4. Foto: Fredrik von Erichsen dpa/lrs (Achtung Sperrfrist! Die DFL erlaubt die Weiterverwertung der Bilder im IPTV, Mobilfunk und durch sonstige neue Technologien erst zwei Stunden nach Spielende. Die Publikation und Weiterverwertung im Internet ist während des Spiels auf insgesamt fünfzehn Bilder pro Spiel begrenzt.)
গোলের পর উল্লসিত শালকের লড়াকুরাছবি: picture alliance/dpa

জার্মান ফুটবল আসর বুন্ডেসলিগা ক্রমশ জমে উঠছে৷ নিজের মাঠে মাইন্স দল শুরুতেই চমক দেখায়৷ খেলার আট মিনিটে দলের পক্ষে গোল করেন অস্ট্রিয়ার আন্দ্রেয়াস ইভানশিৎস৷ ১২ মিনিটে গোলের ব্যবধান বাড়ান কলম্বিয়ান তারকা এলকিন সোটো৷

এমন শুরুর পর ভক্তদের আশার পারদ স্বভাবতই বেড়ে গিয়েছিল৷ দর্শকদের উচ্ছ্বাসে মাঠ যখন কাঁপছে, তখনই ঘুরে দাঁড়ায় শালকে৷ শেষটা তাই আরো নাটকীয়৷ ম্যাচের শেষ ৩৫ মিনিটে চার গোল৷ মাইন্সের জালে বল জড়ান শালকের ক্লাস-ইয়ান হুন্টেলার, বেনেডিক্ট হোয়েভেডেস, জোয়েল মাটিপ এবং ক্রিস্টিয়ান ফুক্স৷

Fussball, 1. Bundesliga, Saison 2011/2012, 3. Spieltag, 1. FSV Mainz 05 - FC Schalke 04, Sonntag (21.08.11), Coface Arena, Mainz: Der Mainzer Torwart Heinz Mueller springt nach dem Ball. Das Spiel endete 2:4. +++ Achtung Bildredaktionen: Die Verwendung der Bilder fuer die gedruckten Ausgaben der Zeitungen und andere Print-Medien ist ohne Einschraenkungen moeglich. Die DFL erlaubt ausserdem die Publikation und Weiterverwertung von maximal sechs Bildern pro Spiel im Internet. Eine Weiterverwertung im IPTV, Mobilfunk und durch sonstige neue Technologien ist erst 2 Stunden nach Spielende der jeweiligen Wettbewerbsspiele der Bundesliga und 2. Bundesliga erlaubt! Foto: Torsten Silz/dapd
বল ধরতে হাইন্স ম্যুলারের প্রচেষ্টাছবি: dapd

দিনের অপর খেলায় বুন্ডেসলিগা টেবিলের শীর্ষ আসন দখলের সুযোগ হারায় হানোফার৷ হ্যার্টা বার্লিনের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেদল৷ যদিও খেলার ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন হানোফার-এর সার্গিও পিন্টো৷ ৮৩ মিনিটে বার্লিনের পক্ষে সেই গোল শোধ করেন পিয়ের-মিশেল লাসোগ্গা৷ এই ম্যাচ অবশ্য শেষ হয় খানিকটা বিতর্কের মধ্য দিয়ে৷ হানোফার এর ক্রিস্টিয়ান পান্ডার এর করা একটি গোল অফসাইড এর অজুহাতে বাতিল করে রেফারি৷ টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সেটি অফসাইড ছিল না৷

চলতি মৌসুমে এখন পর্যন্ত বুন্ডেসলিগা টেবিলের শীর্ষে আছে বরুসিয়া ম্যোয়েনশেনগ্লাডবাখ্৷ তিন ম্যাচে দুটি জয় পেয়েছে এই দল৷ এছাড়া টেবিলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে হানোফার এবং বায়ার্ন মিউনিখ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান