1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাইডেনকে বিশ্ব নেতাদের অভিন্দন

৮ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা৷ শুভেচ্ছা জানিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট হতে যাওয়া কমলা হ্যারিসকেও৷ সাফল্য কামনার পাশাপাশি বাইডেনের সাথে একত্রে কাজ করার প্রত্যাশা তাদের৷

https://p.dw.com/p/3l1Nr
USA Wilmington | Joe Biden und Jill Biden
ছবি: Andrew Harnik/AFP/Getty Images

ট্রান্স-আটলান্টিক বন্ধুত্ব গুরুত্বপূর্ণ: আঙ্গেলা ম্যার্কেল

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জেতায় জো বাইডেনকে দেওয়া অভিনন্দন বার্তায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেন, ‘‘অ্যামেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন৷ আমি তার সৌভাগ্য ও সাফল্য কামনা করি৷ যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট হতে যাওয়া কমলা হ্যারিসকেও অভিনন্দন জানাই৷’’

বাইডেনের সাথে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে ম্যার্কেল আরো বলেন ‘‘বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমাদের ট্রান্স-আটলান্টিক বন্ধুত্ব গুরুত্বপূর্ণ৷’’

ঐতিহাসিক অর্জন: বরিস জনসন

জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘যুক্তরাষ্ট্র হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু৷’’ বাইডেনের সাথে জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও বাণিজ্য সম্প্রারণে একসাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি৷

ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের জয়কে তিনি ‘ঐতিহাসিক অর্জন' বলে মন্তব্য করেন৷

বিশ্বমঞ্চে আমাদের বন্ধুত্ব অনন্য: জাস্টিন ট্রুডো

নিজ দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘অনন্য' উল্লেখ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জো বাইডেন ও কমলা হ্যারিসকে দেওয়া অভিনন্দন বার্তায় বলেন, ‘‘আমাদের দু'দেশ হলো পরস্পর বন্ধু, সহযোগী ও মিত্র৷ আমাদের এ সম্পর্ক বিশ্বমঞ্চে অনন্য৷ ভবিষ্যতে একসাথে কাজ করার অপেক্ষায় আছি’’

একসাথে অনেক কাজ করার আছে: এমানুয়েল মাক্রোঁ

নির্বাচনে জেতায় জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ এ বিষয়ক এক টু্ইটে তিনি বলেন, ‘‘বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে অনেক কাজ করতে হবে৷ চলুন আমরা একসাথে কাজ করি৷’’

ইন্দো-অ্যামেরিকা সম্পর্ক দৃঢ় করার আহ্বান মোদির

জো বাইডেন ও কমলা হ্যারিসকে নির্বাচনে জয়ের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটারে দেওয়া এক বার্তায় তিনি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন৷

শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আশা ইমরান খানের

প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে দেওয়া অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও আফগানিস্তানসহ এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করার অপেক্ষায় আছেন৷

অভিনন্দন শেখ হাসিনার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

তাছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা, ইটালির প্রধানমন্ত্রী জুসেপে কন্টে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন, ন্যাটোর প্রধান ইয়েনস স্টল্টেনব্যার্গের জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ৷

আরআর/এআই (রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)