1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পোপ

১১ মে ২০০৯

পোপ ষোড়শ বেনেডিক্ট ইসরায়েলে তাঁর পাঁচদিনের সফরের শুরুতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/Ho4k
ইসরায়েলে পোপ ষোড়শ বেনেডিক্টছবি: AP

সোমবার তেল আভিভ বিমানবন্দরে পৌঁছার পর পোপ বলেন, বিভিন্ন মতপার্থক্য দূর করতে ইসরায়েলী এবং ফিলিস্তিনিদের সকল সম্ভাবনা কাজে লাগাতে হবে৷ বিমানবন্দরে পোপকে স্বাগত জানান প্রেসিডেন্ট শিমন পেরেস এবং প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু৷ বিস্তারিত জানাচ্ছেন আবদুস সাত্তার৷

তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে পোঁছার পর পোপ ষোড়শ বেনেডিক্ট ইংরেজি ভাষায় ভাষণ দেন৷ তিনি বলেন, ইসরায়েলে আমার অবস্থানকালে আমি সুযোগ লাভ করব নিহত যাট লাখ ইহুদীর প্রতি সম্মান জানানোর এবং আমি প্রার্থনা করব যে, মানবজাতি যেন আর কখনো এ ধরনের নিষ্ঠুর অপরাধ না দেখে৷ কিন্তু দুর্ভাগ্যবশত এখনো তীব্র ইহুদী-বিদ্বেষ লক্ষ্য করা যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে৷ এই বিদ্বেষ যেখানেই দেখা যাবে সেখানেই এর মোকাবেলার জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করতে হবে৷

পোপ ষোড়শ বেনেডিক্ট বলেন, অসংখ্য মানুষের আশা- আকাংখা নির্ভর করছে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি আলোচনার ওপর৷ এই আলোচনাই বড় বড় সব সমস্যার সমাধান করতে পারে৷ তাঁর মতে, পরিশেষে ইসরায়েল ও ফিলিস্তিন-এই দুটি রাষ্ট্রই পৃথিবীর মানচিত্রে থাকবে এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করবে৷

Papst Benedikt XVI in Israel
একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পোপছবি: AP

জর্ডানের একটি বিমানে করে তেল আভিভ বিমানবন্দরে পৌঁছালে পোপকে লাল গালিচার সম্বর্ধনা জানানো হয়৷ বেনেডিক্টকে সেখানে স্বাগত জানান আধ্যাত্মিক প্রতিনিধিরাও৷ প্রেসিডেন্ট পেরেস বলেন, ইসরায়েল পোপকে স্বাগত জানাচ্ছে , কারণ তিনি শান্তির পথ হয়তো প্রশস্ত করতে পারেন৷

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইসরায়েলী বিমান বাহিনীর একটি বিমানে করে বেনেডিক্টকে নিয়ে যাওয়া হয় জেরুসালেমে৷ এর আগে ইসরায়েল সফরে গিয়েছিলেন বেনেডিক্ট-এর পূর্বসূরি পোপ দ্বিতীয় জন পল৷ তিনি ইসরায়েল সফর করেন দুই হাজার সালের মার্চ মাসে৷

সোমবার বিকেলে জেরুসালেমে তাঁর কর্মসূচির মধ্যে ছিল হলকস্টের শিকার মানুষদের প্রতি নিবেদিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ইয়াদ ভাশেম মিউজিয়াম পরিদর্শন৷

সোমবার জর্ডান থেকে ইসরায়েলের পথে রওনা হওয়ার আগে তিনি সহিষ্ণুতা দেখানোর জন্য খৃষ্টান ও মুসলমানদের প্রতি আহ্বান জানান৷

জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল পোপ এর ইসরায়েল সফরকে বিশেষ ইতিবাচক বলে মূল্যায়ন করেছেন৷ বার্লিনে সরকারী মূখপাত্র উলরিশ ভিলহেল্ম এ কথা বলেন৷

প্রতিবেদক: আবদুস সাত্তার, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক