1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাউড বয়ের নেতা কি পুলিশের চর!

২৯ জানুয়ারি ২০২১

ক্যাপিটলের ঘটনার পরে গ্রেফতার হয়েছে হোয়াইট সুপ্রিমেসির নেতা এনরিক ট্যারিও। সে পুলিশের চর বলে মনে করা হচ্ছে।

https://p.dw.com/p/3oYLl
প্রাউড বয়
ছবি: Allison Dinner/AP Photo/picture-alliance

গত কয়েকমাস ধরে অ্যামেরিকায় প্রাউড বয়দের নিয়ে নানা আলোচনা চলছে। ব্ল্যাক লাইভস ম্যাটারের সময় থেকেই এই গোষ্ঠীটির নাম বার বার খবরের শিরোনামে এসেছে। অতি দক্ষিণপন্থী এই দলটি হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাস করে। অ্যামেরিকায় নতুন করে বর্ণবাদের যে আবহ তৈরি হয়েছে, সেখানে এই গোষ্ঠীটি অত্যন্ত সক্রিয়। নির্বাচনী প্রচারের সময় ডনাল্ড ট্রাম্প যখন বর্ণবাদী মন্তব্য করেছিলেন, তখনো এই প্রাউড বয়রা তাঁকে অভিনন্দন জানিয়েছিল। সেই প্রাউড বয় গোষ্ঠীর নেতা এনরিক ট্যারিও এখন জেলে। ক্যাপিটলের ঘটনার দুই দিন পরে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করতে গিয়ে নতুন তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। দীর্ঘদিন ধরে পুলিশের চর হিসেবে কাজ করেছে এই ট্যারিও।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় ট্রাম্পপন্থিরা। ভবনের ভিতরে ঢুকে কংগ্রেসের যৌথ অধিবেশন ভন্ডুল করে দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রথমে চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরো এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় প্রাউড বয়রা জড়িত ছিল আগেই জানিয়েছিল পুলিশ। ঘটনার দুইদিন পরে প্রাউড বয়দের নেতা ট্যারিওকে গ্রেফতার করা হয়। ক্যাপিটলে আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়েছিল সে। সঙ্গে ছিল একটি ব্ল্যাক লাইভস ম্যাটারের ব্যানারও। কাছেই একটি চার্চ থেকে তা খুলে নিয়ে গিয়েছিল সে। ক্যাপিটলে ওই ব্যানারটি পোড়ানোর পরিকল্পনা ছিল তাদের।

বৃহস্পতিবার সংবাদসংস্থা রয়টার্স ট্যারিও-র বিষয়ে নতুন তথ্য সামনে এনেছে। পুলিশের সূত্র উদ্ধৃত করে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই ট্যারিও পুলিশের চর। এবং সে কারণে এক সময় তার শাস্তিও কমিয়ে দিয়েছিল অ্যামেরিকার একটি আদালত।

২০১৪ সালে ডায়েবেটিসেরজাল ওষুধবিক্রি করার অপরাধে গ্রেফতার হয়েছিল সে। আদালতে তাকে তোলার পরে পুলিশ জানিয়েছিল, ওই জাল ওষুধ চক্রকে ধরিয়ে দেওয়ায় সাহায্য করেছে ট্যারিও। বিভিন্ন ধরনের স্মাগলিং, নারী পাচারের গ্যাংকেও সে ধরিয়ে দিয়েছে। সর্বত্রই আন্ডারকভার হিসেবে কাজ করেছে সে এবং সময়মতো পুলিশকে খবর দিয়েছে।

বিস্তারিত জানার পরে বিচারক ট্যারিও-র ৩০ মাসের শাস্তি কমিয়ে ১৬ মাস করে দেন। এর আগে ২০১২ সালেও একটি মামলায় গ্রেফতার হয়েছিল ট্যারিও। তারপর থেকেই পুলিশের চর হিসেবে সে কাজ করছে বলে জানা গিয়েছে।

ট্যারিও এবং তাঁর আইনজীবী অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। ট্যারিও সংবাদসংস্থাকে জানিয়েছে, বিচারক তার শাস্তি কমিয়েছে মনে থাকলেও বাকি বিষয়ে কিছুই তার মনে নেই। তার আইনজীবীও এ বিষয়ে কিছু বলতে চাননি।

প্রশ্ন হলো, তবে কি প্রাউড বয়েও আন্ডারকভার হিসেবে কাজ করছিল ট্যারিও। নাকি বিশ্বাস থেকেই হোয়াইট সুপ্রিমেসির প্রচার চালাচ্ছিল। পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি।

এসজি/জিএইচ (রয়টার্স)