1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যতুরস্ক

তুর্কি কৃষকদের শোচনীয় অবস্থা

১১ মার্চ ২০২৪

দীর্ঘদিন ধরে চলমান মুদ্রাস্ফীতি ও অপর্যাপ্ত রাষ্ট্রীয় সহযোগিতায় তুর্কি কৃষকদের অবস্থা বেশ শোচনীয়৷ রাষ্ট্রীয় সহযোগিতার অভাবে টিকে থাকতে অধিকাংশ কৃষক ঋণ করতে বাধ্য হচ্ছেন৷

https://p.dw.com/p/4dNyg
দক্ষিণ তুরস্কের আদানা প্রদেশের সুগোজু গ্রামে জমিতে কাজ করছেন এক কৃষক
গত বছর তুরস্কে কৃষকদের ব্যাংক ঋণ ৮০ শতাংশ বেড়েছেছবি: Li Zhenbei/Xinhua News Agency/picture alliance

সম্প্রতি তুর্কির প্রতিবেশী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কৃষকেরা রাস্তায় নেমে ট্র্যাক্টর দিয়ে যান চলাচল বন্ধ করে প্রতিবাদ করেছে৷ তুরস্কের কৃষকেরা এখনও রাস্তায় না নামলেও রাষ্ট্রীয় ভর্তুকি নিয়ে তারা চরম অসন্তুষ্ট ৷ তুর্কির কৃষি খাতের প্রতিনিধিরা বলছেন পোল্যান্ড, জার্মানি ও অন্যান্য দেশের তুলনায় তারা অনেক খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন৷

তুরস্কের চেম্বার অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার্সের সভাপতি বাকি রেমজি সুইচমেজ বলেন, ‘‘ইউরোপে কৃষকদের বিক্ষোভের অন্যতম কারণ ছিল ডিজেলের জন্য ভর্তুকি কমানো৷ কিন্তু তুরস্কে ডিজেলের জন্য আলাদা কোনও কর সুবিধাই নেই৷’’

সুইচমেজ আরও বলেন, ‘‘মুদ্রাস্ফীতি বেড়ে এখন প্রায় ৭০% এর কাছাকাছি রয়েছে৷ এ মুহূর্তে শুধু আর্থিক সহায়তাই কৃষকদের জন্য যথেষ্ট নয়৷’’

তুরস্কে ট্রাকটরের সাহায্যে জমিতে চাষ দিচ্ছেন এক কৃষক
তুরস্কের অর্থনীতিতে কৃষির অবদান ছয় শতাংশছবি: Felat Bozarslan/DW

বাজেট তুর্কি মুদ্রা সংকট

চলমান সংকট কাটাতে কৃষকদের সহায়তার জন্য তুর্কি কৃষি মন্ত্রণালয় ২০২৪ সালে তাদের বাজেট  ৪৪.৫%  বৃদ্ধি করেছে৷ 

তুরস্কের 'চেম্বার অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার্সের' এর তথ্য অনুসারে, তুরস্কে কৃষি পণ্য সরবরাহের খরচও দিন দিন বাড়ছে৷ উদাহরণস্বরূপ, কৃষিতে ব্যবহৃত ডিজেলের দাম গত বছর ৭৬% ও সারের দাম ২৫% পর্যন্ত বেড়েছে৷

তুরস্কের আর্থিক সংকট ইউরোপের বর্তমান মুদ্রাস্ফীতির সমস্যার চেয়ে দীর্ঘদিন ধরে চলছে৷ গত কয়েক বছরে তুর্কি লিরার মূল্য নাটকীয়ভাবে কমে গেছে৷ তুরস্কের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে তুরস্কে বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ৬৪%,যা জার্মানিতে ছিল প্রায় ৫.৯%৷ ২০১৪ সালে যেখানে ১ ইউরোর বিপরীতে ২.৯৩ লিরা ছিল, বর্তমানে তা ৩৪ লিরা পর্যন্ত পৌঁছেছে৷

জমিতে সার ছিটাচ্ছেন তুরস্কের কৃষক আব্দুররহমান
রাসায়নিক সারের দাম বৃদ্ধির কারণে আব্দুররহমান দুরগুনের মতো কৃষকের বিপাকে পড়েছেন ছবি: Felat Bozarslan/DW

কৃষকদের কাঁধে ঋণের বোঝা

গত বছর কৃষকদের ৮০% ব্যাংক ঋণ বেড়েছে৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কৃষকদের কাছে ব্যাংকগুলোর পাওনা ১৯ বছর আগের চেয়ে ১১৮ গুণ বেশি৷ অপরদিকে একই সময়ের মধ্যে আর্থিক সহায়তার পরিমাণ তেমন বাড়েনি৷ 

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) এর সংসদ সদস্য ওরহান সারিবাল বলেন, ‘‘২০০৪ সালে কৃষি, বন ও প্রাণীসম্পদ উৎপাদনের জন্য ব্যবহৃত ঋণের পরিমাণ রাষ্ট্রীয় প্রণোদনার চেয়ে ১.৭  গুণ বেশি৷ যা ২০২৩ সালে এসে ৯.৬ গুণ বেশি হয়েছে৷’’

সরকারের কাছ থেকে কৃষকেরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না বলেই তারা ঋণ নিতে বেসরকারি ব্যাঙ্কের দিকে ঝুঁকছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা৷ 

এসএইচ/কেএম 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান