টুইটারের বিরুদ্ধে মামলাকারীর কাছে তথ্য চান ইলন মাস্ক
৩০ আগস্ট ২০২২২০২০ সালের নভেম্বরে নির্বাহী হিসেবে টুইটারে যোগ দিয়েছিলেন পেটার জাটকো৷ সুপরিচিত হ্যাকার ‘মাজ' থেকে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টুইটারের নির্বাহী হওয়া জাটকো সেই পদে বহাল ছিলেন ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত৷ ২০২২ সালের জানুয়ারিতে চাকরিচ্যূত করা হয় তাকে৷ চাকরি হারানোর কয়েক মাস পর টুইটারের বিরুদ্ধে মামলা ঠুকে দেন জাটকো৷ তার অভিযোগ- টুইটার কর্তৃপক্ষ নির্বাহীদের মোটা অঙ্কের বোনাস দেয় শুধু ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে, কিন্তু ফেক বা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর হওয়ার বিষয়টিকে তারা গুরুত্ব দেয় না৷
গত জুলাইয়ে মামলাটি করার পর জাটকো বলেন, ‘‘ (স্প্যাম অ্যাকাউন্টের) প্রকৃত সংখ্যাটা প্রকাশ করলে (টুইটার) কোম্পানির ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং কোম্পানির দামও কমে যাবে৷''
অন্যদিকে সেই মাস, অর্থাৎ গত জুলাইয়েই প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার৷ ম্যারিল্যান্ডের আদালতে করা মামলায় টুইটার কর্তৃপক্ষ দাবি করে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি করে সেই চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে অন্যায় করেছেন, সুতরাং তাকে আগের চুক্তিতে ফিরতে হবে৷
চুক্তি খারিজ করার প্রধান কারণ হিসেবে তখন ওই স্প্যাম অ্যাকাউন্টের কথাই উল্লেখ করেছিলেন মাস্ক৷ বলেছিলেন, ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে টুইটার যে প্রক্রিয়া অনুসরণ করে তা ভীষণ শিথিল৷ তবে টুইটারের দাবি, চুক্তি সম্পাদনের আগেই বলা হয়েছিল স্প্যাম অ্যাকাউন্টের হিসেবটা অনুমাননির্ভর, তাই স্প্যামের বিষয়ে প্রশ্ন তুলে মাস্ক চুক্তি খারিজ করতে পারেন না৷
ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের করা মামলার শুনানি আগামী ১৭ অক্টোবর শুরু হওয়ার কথা৷ মাস্ক এখন সেই মামলার প্রস্তুতিতেই ব্যস্ত৷
এসিবি/ কেএম (এপি, এএফপি, রয়টার্স)