1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক

২৬ এপ্রিল ২০২২

বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্কের প্রস্তাব মেনে নিলো টুইটার। চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনছেন মাস্ক।

https://p.dw.com/p/4AQuc
ইলন মাস্ক টুইটার কিনছেন চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে।
ইলন মাস্ক টুইটার কিনছেন চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে। ছবি: picture alliance

সোমবারই মাস্কের প্রস্তাব অনুমোদন করে টুইটার বোর্ড। মাস্কের অধীনে টুইটার একটি প্রাইভেট কোম্পানি হবে।

টুইটার কর্তৃপক্ষের সঙ্গে মাস্কের যে চুক্তি হয়েছে, তাতে বলা আছে, প্রতিটি শেয়ারপিছু ৫৪ দশমিক ২০ ডলার দেবেন মাস্ক। এই বছরের শেষে ডিল ক্লোজ হয়ে যাবে।

গত ১ এপ্রিল টুইটারের নয় শতাংশ শেয়ার কিনেছিলেন মাস্ক। তখন যা দাম ছিল, তার থেকে ৩৮ শতাংশ বেশি দাম দিচ্ছেন মাস্ক।

Karikatur | Twitter-Symbol mit dem Kopf von Elon Musk mit Sprechblasen "Twi, twi".
ছবি: Sergey Elkin

স্পেস এক্স ও টেসলার চিফ এক্সিকিউটিভ মাস্ক বলেছেন, ''স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার হলো গণতন্ত্রের ভিত্তি। টুইটার হলো এমন এক জায়গা, যেখানে মানবিকতার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক হয়।'' তিনি জানিয়েছেন, ''আমি টুইটারকে আরো ভালো করতে চাই। নতুন বিষয় যোগ করতে চাই। মানুষের আস্থা আরো বাড়াতে চাই।'' 

টুইটার প্রধান পরাগ আগরওয়াল টুইট করে বলেছেন, ''গোটা বিশ্বে টুইটারের একটা প্রাসঙ্গিকতা আছে, উদ্দেশ্য আছে, প্রভাব আছে। আমি আমার টিমের কাজে গর্বিত।''

টুইটার ও মাস্কের প্রতিনিধিরা রোববার সারারাত কাজ করে এই ডিল চূড়ান্ত করেছেন।

কী প্রভাব পড়তে পারে?

মাস্কের দাবি, তিনি টুইটার কিনেছেন স্বাধীনভাবে মতপ্রকাশের স্থানকে আরো শক্তিশালী করতে। তার দাবি, টুইটার প্রাইভেট কোম্পানি হলে মানুষের আস্থা বাড়বে। তিনি কড়াকড়ি কম করার পক্ষে এবং মিথ্যা টুইট বন্ধ করার পক্ষে।

এই ডিল ঘোষণার সামান্য আগে মাস্ক টুইট করে বলেছেন, তার অতি বড় সমালোচকও টুইটারের মঞ্চে থাকবেন ও মতপ্রকাশ করবেন বলে তিনি আশা করেন। টুইটারে মাস্কের আট কোটি ৩০ লাখ ফলোয়ার আছে।

অ্যামেরিকায় রিপাবলিকান পার্টি মাস্কের টুইটার কেনাকে স্বাগত জানিয়েছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার। ট্রাম্প অবশ্য সম্প্রতি জানিয়েছেন, তিনি এখন নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের মত জানান। তিনি আর টুইটার ব্যবহার করতে আগ্রহী নন। 

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)