1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

টুইটারের নিয়ন্ত্রণ নিলেন মাস্ক

২৮ অক্টোবর ২০২২

বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক টুইটারের দখল নিলেন। চার হাজার চারশ কোটি টাকা দিয়ে তিনি টুইটার কিনেছেন।

https://p.dw.com/p/4ImWG
জল্পনার অবসান ঘটিয়ে টুইটারের নিয়ন্ত্রণ নিলেন ইলন মাস্ক।
জল্পনার অবসান ঘটিয়ে টুইটারের নিয়ন্ত্রণ নিলেন ইলন মাস্ক। ছবি: Adrien Fillon/ZUMA Press Wire/picture alliance

বৃহস্পতিবারই মাস্ক টুইট করে বলেছিলেন, ''টুইটারের সদরদফতরে প্রবেশ করছি।'' মার্কিন মিডিয়া জানিয়েছে, টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার পরেই আগের কর্তাদের ছাঁটাই করেছেন মাস্ক। টুইটারের চিফ এক্সিকিউটিভ পরাগ আগরওয়াল, চিফ ফিন্যান্স অফিসারকে ছাঁটাই করা হয়েছে। সেই সঙ্গে সরিয়ে দেয়া হয়েছে, আইন, নীতি-নির্ধারণ ও জেনারেল কাউন্সিলের কর্তাদের।

মাস্কও তার টুইটার প্রোফাইল বদল করে নিয়েছেন। সেখানে এখন লেখা রয়েছে, 'চিফ টুইট'।

এরপর কী হবে?

মাস্ক টুইটার কিনবেন কি না, তা নিয়ে এতদিন প্রচুর জল্পনা ছিল। এমনকি মাস্ক টুইটার-চুক্তি থেকে পিছিয়ে যাচ্ছেন অভিযোগ করে মামলা পর্যন্ত হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার মাস্ক জানিয়ে দিয়েছেন, টুইটার কেনা নিয়ে যাবতীয় জল্পনা মিথ্যা। তিনি মানবিকতার স্বার্থে টুইটার কিনছেন।

বুধবার টুইটারের শেয়ারের দাম বেড়েছে। মাস্ক প্রতিটি শেয়ার কিনেছেন ৫৪ দশমিক ২০ ডলার দরে। এখন টুইটারের শেয়ারের দাম তার কাছাকাছি চলে এসেছে।

অক্টোবরের গোড়ায় আদালত নির্দেশ দিয়েছিল, শুক্রবারের মধ্যে চুক্তি সম্পূর্ণ করতে হবে। মাস্ক প্রথমে টুইটার কিনেছিলেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করে টুইটার কর্তৃপক্ষ। তারা সেই অভিযোগ নিয়ে আদালতে মামলা করে। আদালতের রায়ের পর মাস্কের পক্ষে চুক্তি মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ, নির্দেশ অমান্য করলে নভেম্বরে আবার আদালতে শুনানি হওয়ার সম্ভাবনা ছিল।

মাস্ক বলেছেন, তিনি মতপ্রকাশের অধিকারকে রক্ষা করবেন। এর ফলে অনেক টুইটার-ব্যবহারকারীর মনে আশঙ্কাও দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, এরপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেও কি ফিরিয়ে আনবেন মাস্ক? ক্যাপিটল-কাণ্ডের পর ট্রাম্প আর কোনো টুইট করতে পারবেন না বলে জানিয়েছিল টুইটার কর্তৃপক্ষ।

বিশ্বের সবচেয়ে ধনী মানুষের হাতে গিয়ে টুইটার আগের মতো থাকবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।

জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)