1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২২ এপ্রিল ২০১২

জার্মান বুন্ডেসলিগায় সময় এখন বোরুসিয়া ডর্টমুন্ডের৷ টানা দ্বিতীয়বারের মত লিগ টাইটেল নিশ্চিত করলো হলুদ জার্সিরা৷ একই সঙ্গে এক মৌসুমে টানা অপরাজিত থাকার রেকর্ডও নিজেদের দখলে নিলো ডর্টমুন্ড৷

https://p.dw.com/p/14jBm
ছবি: picture-alliance/dpa

কোচ ইয়র্গেন ক্লপের দলকে যেন দেখলে মনে হয় একটি পরিবারের মতই৷ কোচ, খেলোয়াড় আর কর্মকর্তাদের মধ্যে এমন সমঝোতা খুব কম সময় দেখা গেছে বুন্ডেসলিগার ইতিহাসে৷ শনিবার লিগ টেবিলের চার নম্বরে থাকা বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখকে তাদের মাঠে ২-০তে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ক্লপের দল৷ খেলার দুই অর্ধে গোল করেন ডর্টমুন্ডের ইভান পেরিসিক এবং শিনজি কাগাওয়া৷ খেলা শেষ হতেই উল্লাসে ফেটে পড়েন হলুদ জার্সিরা৷ অথচ বুন্ডেসলিগার এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে৷ কিন্তু দ্বিতীয় অবস্থানে থাকা বায়ার্ন মিউনিখ পিছিয়ে আট পয়েন্টে৷ তাই আগামী দুটি ম্যাচ ডর্টমুন্ড হারলেও তাদের শিরোপা কেউ কেড়ে নিতে পারবে না৷

Fußball Bundesliga Borussia Dortmund - Borussia Mönchengladbach 32. Spieltag
সমর্থকদের উল্লাসছবি: picture-alliance/dpa

শুধু শিরোপা নয়, চলতি বুন্ডেসলিগা মৌসুমে টানা ২৬টি ম্যাচ অপরাজিত রয়েছে জার্মানির রুর অঞ্চলের এই দলটি৷ বিশেষ করে মৌসুমের দ্বিতীয়ার্ধে যেন ডর্টমুন্ড ছিলো অপ্রতিরোধ্য৷ ১৫টি ম্যাচের মধ্যে ১৩টিতেই বিজয় ছিনিয়ে এনেছে তারা৷ তাই যোগ্যতর দল হিসেবেই গতবারের শিরোপা ধরে রাখলো তারা৷ তাদের এই পারফরমেন্সে বুন্ডেসলিগার বাকি দলগুলোও মুগ্ধ হয়েছে৷ কেবল মাঠের খেলা নয়, মাঠের বাইরে দলের একতাও সকলের নজর কেড়েছে৷ যেমন জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ তো বলেই ফেললেন, ‘‘ওদের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা আর সমর্থকদের মধ্যে দারুণ সমঝোতা৷ দলটি পুরো মৌসুমে বিশেষ করে দ্বিতীয় পর্বে ভীষণ ধারাবাহিকভাবে খেলেছে৷''

অবশ্য বুন্ডেসলিগার চ্যাম্পিয়ন হলেও জাতীয় দলে ডর্টমুন্ড ক্লাবের তেমন উপস্থিতি নেই৷ তবে জাতীয় দলের কোচ ল্যোভ নিশ্চিত করলেন, আসন্ন ইউরো চ্যাম্পিয়ন কাপে জাতীয় দলে হলুদ জার্সিওয়ালাদের থেকে নতুন মুখ আসবে৷ এমনকি মূল একাদশেও ডর্টমুন্ডের ফুটবলাররা সুযোগ পেতে পারেন বলে ইঙ্গিত দিলেন ইওয়াখিম ল্যোভ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (রয়টার্স)

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য