1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

১৫ এপ্রিল ২০১২

খুব কী সন্দেহ থাকছে আর? কথা হচ্ছে ডর্টমুন্ডের বুন্ডেসলিগার সেরার শিরোপা প্রসঙ্গে৷ শনিবার শালকে কে ২-১ গোলে হারিয়ে ডর্টমুন্ড এখন শিরোপার খুব কাছে৷

https://p.dw.com/p/14eD8
Fußball Bundesliga 31. Spieltag: FC Schalke 04 - Borussia Dortmund am Samstag (14.04.2012) in der Veltins Arena in Gelsenkirchen. Dortmunds Sebastian Kehl (5) trifft zum 2:1. Foto: Rolf Vennenbernd dpa/lnw (Achtung Sperrfrist! Die DFL erlaubt die Weiterverwertung der Bilder im IPTV, Mobilfunk und durch sonstige neue Technologien erst zwei Stunden nach Spielende. Die Publikation und Weiterverwertung im Internet ist während des Spiels auf insgesamt fünfzehn Bilder pro Spiel begrenzt.)
Fußball Bundesliga FC Schalke 04 - Borussia Dortmund 31. Spieltagছবি: picture-alliance/dpa

খেলা হয়েছিল শনিবারে শালকের ঘরের মাঠে৷ স্বভাবতই সে খেলায় শালকের পক্ষে সমর্থনের পাল্লা যাকে বলে ওজনদার৷ সেই ভারী পাল্লাকেও ডর্টমুন্ড নিজেদের দিকে ঘুরিয়ে দিল দিব্যি অক্লেশে৷ লিগ টেবিলের তিন নম্বরে থাকা শালকে হাড্ডাহাড্ডি লড়াই চালাল বটে, কিন্তু শেষের হাসি হাসল সেই ডর্টমুন্ড৷ জার্মান মিডিয়া যে কারণে ডর্টমুন্ডকে এখন আদর করে ডাকছে ‘লোভী' বলে৷ এই লোভ কিন্তু ইতিবাচক অর্থে৷ জয়ের লোভ৷ শিরোপার লোভ৷ তো, যে যোগ্য, সে তো শিরোপার দিকে তাকিয়েই খেলবে৷ ফুটবল একটা স্কিলের খেলা৷ সেখানে ডর্টমুন্ড এবারের লিগে তাক লাগিয়ে দিচ্ছে যাকে বলে৷ গত বুধবার লিগ টেবিলের দুই নম্বরে থাকা জার্মান ফুটবলের মহাতারকা দল বায়ার্ন মিউনিখকে ১-০ হারিয়ে ফের শনিবার লিগ টেবিলের তিন নম্বরের শালকেকে ২-১ হারানো, একে ভেলকি ছাড়া আর কীই বা বলা যায়!

খেলার ফলাফলে অর্থাৎ মাঠের দিকে একবার চোখ মেলা যাক৷ শালকের ঘরের মাঠে শনিবারের খেলার শুরুতেই শালকের জেফারসন ফারফানের করা গোলে এগিয়ে যায় মরিয়া হয়ে থাকা শালকে৷ তাতে খানিকটা পরিস্থিতি বদলালেও বেশিক্ষণ সেই আনন্দ স্থায়ী হয়নি শালকে সমর্থকদের৷ ঠিক ১৭ মিনিটের মাথায় লুকাস পিৎসজেকের করা গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে ডর্টমুন্ড৷ এরপর খেলার ৬৩ মিনিটে সেবাস্টিয়ান কেল শালকের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে আরেকটি গোল করে যান৷ ব্যস! শালকের লড়াইয়ে এরপরে আর বলার মত কিছু ছিল না৷ ডর্টমুন্ড ম্যাচ বের করে নিয়ে আট পয়েন্টে এগিয়ে থেকে বজায় রেখেছে এক নম্বরের অবস্থান৷ এখানেই শেষ নয়, এক মরশুমে মোট ২৫টা ম্যাচ একটানা জয়ের একটা রেকর্ডও করে ফেলেছে ডর্টমুন্ড৷ সেটাও যথেষ্ট আত্মপ্রসাদের কারণ বৈকি!

কোচ ইয়ুর্গেন ক্লপ নিজের দলটাকে আদর করে ‘লোভী' বলে ডেকেছেন এরপরে৷ আবার মনে করানো দরকার, সেই লোভ মানে জয়ের লোভ, শিরোপার লোভ৷ মাঝে আর বাকি মোট দুখানা ম্যাচ৷ সেই দুটো ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট পেলেই ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেবে বুন্ডেসলিগা৷ সকলেই ধরে নিয়েছে, এবারের শিরোপাটার হকদার তাই ডর্টমুন্ড৷ এখন সেটা স্রেফ সময়ের অপেক্ষা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (রয়টার্স, ডিপিএ)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য