1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আটকে রাশিয়ার বিমান

১৫ আগস্ট ২০২২

যুদ্ধের জন্য বিমানগুলি জার্মানির বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়ে।

https://p.dw.com/p/4FWfp
রাশিয়ার দশটি বিমান জার্মানিতে আটকে পড়েছে।
রাশিয়ার দশটি বিমান জার্মানিতে আটকে পড়েছে। ছবি: Vladimir Gerdo/TASS/dpa/picture alliance

জার্মানির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানির কোলন, ফ্রাঙ্কফুর্ট-সহ একাধিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত ১০টি বিমান আটকে আছে।

বিমানগুলি যুদ্ধের আগে জার্মানিতে এসেছিল। এরপর যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। বন্ধ করে দেওয়া হয় বিমান যোগাযোগ। ফলে রাশিয়ার বিমানগুলি আর ফিরতে পারেনি। কোলন, ফ্রাঙ্কফুর্ট, বাডেন বাডেনের মতো বিমানবন্দরে বিমানগুলি দাড়িয়ে আছে বলে জার্মান প্রশাসন ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে।

জেলেনস্কির বক্তব্য

রোববার রাতে দৈনিক ভিডিওবার্তায় রাশিয়ার নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ছয়মাস ধরে নৃশংস যুদ্ধ চালাচ্ছে রাশিয়ার সরকার। রাশিয়ার নাগরিকদের এর বিরুদ্ধে সরব হওয়া উচিত। চুপ করে থাকা আসলে সম্মতির লক্ষণ বলে জানিয়েছেন তিনি। যুদ্ধের প্রতিবাদ করে রাশিয়ার মানুষকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন জেলেনস্কি।

প্রথম শস্যের জাহাজ আফ্রিকায়

দক্ষিণ ইউক্রেন থেকে দানাশস্য বোঝাই জাহাজ এই প্রথম আফ্রিকার উদ্দেশ্যে রওনা হলো। জাতিসংঘের তত্ত্বাবধানে একটি চার্টার্ড জাহাজ গম নিয়ে ইথিওপিয়ার দিকে রওনা হয়েছে। জাহাজটিতে প্রায় ৬০ হাজার টন গম আছে বলে জাতিসংঘ জানিয়েছে।

কৃষ্ণসাগর দিয়ে জাহাজটি আফ্রিকায় ঢুকবে। জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেন মতৈক্যে পৌঁছেছে। ইউক্রেন থেকে ফের জাহাজ যাবে বলে সাব্যস্ত হয়েছে। এর আগে কৃষ্ণসাগর কার্যত অবরুদ্ধ হয়ে গেছিল। রাশিয়া এবং ইউক্রেন এর জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছিল।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)